৫ ই আগস্ট জম্মু ও কাশ্মীরের উপর থেকে ৩৭০ ধারা বাতিল করার পর উপত্যকায় সম্পূর্ণরূপে বন্ধ ছিল ফোন পরিষেবা। অশান্তি এড়াতে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করেছিলো কেন্দ্র। সেপ্টেম্বরের ৪ তারিখ থেকে আংশিক ভাবে ৫০ হাজার ল্যান্ড লাইন ফোনে পরিষেবা চালু করা হয়েছিল।
কিন্তু উপত্যকার ৬৬ লাখ মোবাইল উপভোক্তার মধ্যে ৪০ লাখ গ্রাহক পোস্টপেড পরিষেবা ব্যবহার করেন। ২ মাসের অধিক সময় সমস্ত রকম যোগাযোগ থেকে বিচ্ছিন্ন থাকায় বহু অসুবিধাতে পড়েছেন কাশ্মীরের জনগণ। তাই এতদিন পর শুরু হতে পোস্টপেড মোবাইল পরিষেবা।
১০ ই অক্টোবর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় কাশ্মীরের দরজা। এরপরই পর্যটন সংস্থাগুলি প্রশাসনের কাছে মোবাইল ও ইন্টারনেট পরিষেবায় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আর্জি জানায়। কারণ মোবাইল পরিষেবা বিচ্ছিন্ন এমন কোনো জায়গায় পর্যটকেরা আসবেন না বলে দাবি ট্যুরিস্ট কোম্পানীগুলির।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ শনিবার থেকে জম্মু – কাশ্মীরে মোবাইল পরিষেবা শুরু হলেও ইন্টারনেট পরিষেবা শুরু হতে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে। প্রাথমিকভাবে পোস্ট পেড শুরু হলেও প্রিপেড মোবাইল সার্ভিস শীঘ্রই শুরু হবে।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside