Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

চোখে ট্যাটু করাতে গিয়ে অন্ধ হতে বসেছে এক বিদেশি মডেল

ট্যাটু করার জন্য এক উঠতি মডেলের চোখ অন্ধ হতে চলেছে। পোল্যান্ডের আলেক্সান্দা সাদক্সা নামের ২৫ বছর বয়সী মডেল র‍্যাপ আর্টিস্ট পপেক-র মত চোখের মণি কালো করতে চেয়েছিলেন। আর সেই শখপূরণ…

Avatar

ট্যাটু করার জন্য এক উঠতি মডেলের চোখ অন্ধ হতে চলেছে। পোল্যান্ডের আলেক্সান্দা সাদক্সা নামের ২৫ বছর বয়সী মডেল র‍্যাপ আর্টিস্ট পপেক-র মত চোখের মণি কালো করতে চেয়েছিলেন। আর সেই শখপূরণ করতে গিয়েই তার চোখ অন্ধ হয়েছে। তার একটা চোখ পুরোপুরি অন্ধ হয়ে গেছে আর অন্য চোখের দৃষ্টিশক্তি ও হারিয়ে যাবে বলে চিকিৎসকরা জানিয়েছেন। মূলত চোখের সাদা অংশে ইনজেক্ট করা হয় আর তারপর সেখানে পুরোপুরি রঙ পরিবর্তন হয়ে যায়। তবে ভবিষ্যতে কি হবে সেই বিষয় অজানা বলেছেন চিকিৎসকরা।

ডেইলি মেল সূত্রের খবর, একটা লোকাল ট্যাটু আর্টিস্ট দিয়ে আলেক্সান্দ্রা ট্যাটু করিয়েছিলেন। ট্যাটু আর্টিস্ট জানিয়েছিলেন যে এর ব্যথা স্বাভাবিক থাকবে আর যদি ব্যথা হয় তো ব্যাথার ওষুধ খেয়ে নিতে। পুলিশ সেই ট্যাটু আর্টিস্টকে গ্রেফতার করেছে এবং তার তিন বছরের জেল থাকার শাস্তি দেওয়া হয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : তোয়ালা ধুতি ও টি-শার্ট পড়ে নজর কাড়লেন ঋত্বিক রোশন, দেখুন সেই ছবি

পরীক্ষা করে জানা গেছে ট্যাটু আর্টিস্ট যেই সূচ ব্যবহার করেছিলেন সেটা শরীরে ইঞ্জেক্ট করার সূচ, সেই সূচ তিনি চোখে ব্যবহার করেছিলেন। চিকিৎসকরা জানিয়েছেন কোনোভাবেই আর দৃষ্টিশক্তি ফিরে পাওয়া সম্ভব নয়। আলেক্সান্দ্রা বলেছেন যে এই ক্ষত খুব গভীর, তিনি খুব ভীত যে তার চোখ পুরোপুরি অন্ধ হয়ে যাবে। ট্যাটু আর্টিস্টের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর।

About Author