আজ দেখা যাচ্ছে ২০১৯ এর শেষ সূর্যগ্রহণ। ২০১৯ এই বিশেষ সূর্যগ্রহণ দেখা গেলো ১৭২ বছর পর। সকাল ৭.৫৯ মিনিট থেকে এই সূর্যগ্রহণ শুরু হয়েছে। এই সূর্যগ্রহণে এবার একটি বিশেষ জিনিস লক্ষ্য করা যাবে সেটা হলো রিং অফ ফায়ার বা আগুনের আংটি। বিশ্বের সমস্ত দেশ থেকেই দেখতে পাওয়া গেছে এই মহাজাগতিক ব্যাপার। কিন্তু ভারতবাসীর জন্যে এই সূর্যগ্রহণ এবার ঠিকভাবে হলোনা, এর প্রধান কারণ আজ সকাল থেকেই আকাশ ঢেকে ছিল মেঘে। ফলে ঠিকভাবে দেখা সম্ভবই হয়নি ভারত থেকে। তবে কিছু এলাকা থেকে ভালো ভাবেই দেখা গেছে।
আরও পড়ুন : আজ বছরের শেষ বলয়গ্রাস, মেঘলা আকাশে কলকাতায় আংশিক সূর্যগ্রহণ
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowসমগ্র ভারতবাসীর মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও দেখতে চেয়েছিলেন এই সূর্যগ্রহণ। কিন্তু মেঘের জন্যে তিনি ঠিকভাবে দেখতে পারেননি। প্রধানমন্ত্রী নিজেই টুইট করে জানিয়েছেন একথা। টুইটারে তিনি লিখেছেন, ‘সকল ভারতবাসীর মতো আমিও খুব উৎসাহিত ছিলাম এই সূর্যগ্রহণ দেখবো বলে, কিন্তু মেঘের কারণে সঠিকভাবে তা দেখতে পেলাম না। সূর্যগ্রহণের সমস্ত লাইভ স্ট্রিম গুলো আমি দেখেছি এবং বিজ্ঞানীদের থেকে এ বিষয়ে অনেক কিছুই নতুন জেনেছি।’