কেন্দ্র সরকার আরও একটি বড় পদক্ষেপ নিতে চলেছে। এবার সরকারি কর্মচারীদের দৈনিক কাজের সময় ১ ঘণ্টা করে বাড়াতে চলেছে। এতদিন দৈনিক কাজের সময় ছিল ৮ ঘণ্টা। এবার সেটা ১ ঘণ্টা বেড়ে গিয়ে দাঁড়াবে ৯ ঘণ্টা। এই বিষয়ে সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া কেন্দ্রের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে।
যদিও জাতীয় সর্বনিম্ন বেতন সম্পর্কে বেতন সংক্রান্ত শ্রম বিধির মতোই এই নিয়মে কোনো উল্লেখ করা হয়নি। নতুন খসড়া প্রস্তাবে শুধুমাত্র ভবিষ্যতের বেতন নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ তিনটি বৈশিষ্ট্যেকে প্রধান্য দেওয়ার সংকেত দেওয়া হয়েছে। আর এই নতুন খসড়া নিয়মে আগের মতোই প্রতিদিন ৮ ঘণ্টা করে ২৬ দিন কাজের ভিত্তিতে বেতন নিশ্চিত করা নিয়েই প্রশ্ন করা হয়েছে। আর এই প্রশ্ন ঘিরেই রাজনৈতিক মহলেও বিতর্ক শুরু হয়েছে।
কেন্দ্র সরকারের এই পদক্ষেপে ট্রেড ইউনিয়নগুলি একেবারেই খুশি নন। CITU-র সহ-সভাপতি পদ্মনাভন কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পদ্মনাভন বলেন, ‘অনেক সংস্থা এরমধ্যেই তাদের কর্মচারীদের দিনে ৮ ঘণ্টার পরিবর্তে ৯ ঘণ্টা করে কাজ করতে বাধ্য করছে। নতুন বেতন বিধির মাধ্যমে সরকার হয়তো সমস্ত প্রতিষ্ঠানে এটি চালু করতে চাইছে। আমরা বেতন বিধির বিরোধীতা করেছিলাম অতীতে, ভবিষ্যতেও নতুন নিয়মেরও বিরোধিতা করব। কারণ এই পদক্ষেপ দেশের শ্রমিক শ্রেণীর স্বার্থ বিরোধী।’