Today Trending Newsদেশনিউজ

‘পোশাক দেখে বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে’, পোশাক নিয়ে বিতর্কে জড়ালেন মোদী

Advertisement

নির্বাচনী প্রচারে ঝাড়খণ্ডে এসে কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কংগ্রেসকে আক্রমণ করতে গিয়ে প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘পোশাক দেখে বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে।’ এদিন ঝাড়খণ্ডের দুমকায় ভোট প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিনের নির্বাচনী প্রচারে তিনি কংগ্রেসের সাথে পাকিস্তানের তুলনা টানেন তিনি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘একটি বিশেষ রাজনৈতিক দল পাকিস্তানের মতো আচরণ করছে। সরকারের সমস্ত কাজে তাদের বিরোধিতা করে চাই। বিদেশে যেমন ভারতীয় দূতাবাসের সামনে পাকিস্তানিরা সব ইস্যুতে বিক্ষোভ দেখায়, দেশে তেমনই আচরণ করছে একটি রাজনৈতিক দল।’

আরও পড়ুন : নতুন আইনের বিরুদ্ধে হিংস্র প্রতিবাদে দুঃখপ্রকাশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর আরও বলেন, ‘কংগ্রেসের নেতাকর্মীরা আগুন ছড়াচ্ছেন দেশ জুড়ে। যখনই ওদের কথা কেউ শুনছে না, তখনই অশান্তি বাধানোর চেষ্টা করছে।’ প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরে রাজনৈতিক মহল থেকে নানা বক্তব্য উঠে এসেছে। এদিকে নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তরপূর্ব ভারত সহ পশ্চিমবঙ্গে বিক্ষোভ প্রদর্শন চলছে। এই পরিস্থিতিতে এরকম মন্তব্য যে যথেষ্টই তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button