Today Trending Newsদেশ

মোদি ম্যাজিক আর কাজ করছে না, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের

Advertisement

২০১৯ লোকসভা ভোটের পর থেকেই দেখা গেছে একের পর এক রাজ্যে বিজেপি আর সরকার ধরে রাখতে পারেনি। মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, দিল্লি কোনো জায়গাতেই তারা সরকার গঠন করতে পারেনি। এর কারণ হিসেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, রাজ্যে ভোটে জেতার জন্য মোদী ম্যাজিক আর যথেষ্ট নয়। বিজেপিকে জেতার জন্যে এবার স্থানীয় পর্যায়ে তাদের সংগঠন উন্নত করতে হবে। শুধুমাত্র মোদী ম্যাজিক, পাকিস্তানে হামলা বা কেন্দ্রীয় ইস্যুতে বিধানসভা নির্বাচন জেতা যাবেনা বলেই মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

লোকসভা ভোটের পর হওয়া সবকটি বিধানসভার নির্বাচনেই দেখা গেছে বিজেপি বিভিন্ন কেন্দ্রীয় ইস্যুতে লড়াই করছে। জম্মু কাশ্মীরের উপর থেকে ৩৭০ প্রত্যাহার, সংশোধিত নাগরিকত্ব আইন আনা, এনআরসি চালু করার মতো বিভিন্ন ইস্যুতে বিজেপি লড়াই করছে বিধানসভা নির্বাচনে। কিন্তু ভালো করে খতিয়ে দেখলে দেখা যাবে, এই বিষয় গুলি নিয়ে বিভিন্ন রাজ্যের গ্রামীণ অঞ্চল গুলোতে সাধারণ মানুষের উপর কোনো প্রভাব পড়ছে না। সেখানে স্থানীয় অন্য দলগুলি রাজ্যের সাধারণ মানুষের জন্য কাজ করে সেই প্রেক্ষিতে ভোট চাইছে। এখানেই বিজেপি পিছিয়ে পড়ছে বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞদের।

রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, মোদি ম্যাজিক ফুরিয়েছে। বিশেষ করে কোনো রাজ্যের ভোটের ক্ষেত্রে মোদি ম্যাজিক আর কাজ করছে না। বিভিন্ন রাজ্যের মানুষ আর মোদিকে দেখে ভোট দিতে চাইছে না। বেশিরভাগ রাজ্যেই বিজেপির কোনো স্থানীয় মুখ নেই, যাকে ভরসা করে মানুষ বিজেপিকে ভোট দেবে। তাই বিজেপিও আর শুধুমাত্র মোদি-শাহ জুটির উপর নির্ভর করে ভোট পাচ্ছেনা।

Related Articles

Back to top button