Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে রাজ্যগুলিকে কড়া বার্তা মোদির

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে এদিন দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের অত্যাবশ্যকীয় ওষুধ এবং ইনজেকশনের কালোবাজারি রুখতে এবারে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যগুলিকে…

Avatar

By

করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যে এদিন দেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। করোনা ভাইরাসের অত্যাবশ্যকীয় ওষুধ এবং ইনজেকশনের কালোবাজারি রুখতে এবারে রাজ্যগুলিকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যগুলিকে একজোট হয়ে কাজ করার বার্তা দিলেন মোদি। প্রধানমন্ত্রীর দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহের জন্য উচ্চ পর্যায়ের কো-অর্ডিনেশন কমিটি তৈরি করতে রাজ্যগুলিকে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

এছাড়াও করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে সমস্ত রকম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। অক্সিজেন সরবরাহকারী ট্যাঙ্কগুলি যাতে কোনো রকম সমস্যায় না পড়ে সেই ব্যাপারে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, হাসপাতালে সুরক্ষা যেন কোনভাবে উপেক্ষিত না হয়। সমাজের সর্বস্তরে সচেতনতা প্রচার চালানোর আদেশ দিয়েছেন মোদি।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

মঙ্গলবার রাতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আপনারা সচেতন থাকলে লকডাউন এর কোন প্রশ্ন উঠছে না। দেশকে লকডাউন এর হাত থেকে রক্ষা করতে হবে। লকডাউন হোক সর্বশেষ বিকল্প। মাইক্রো কন্টেইনমেন্ট জোনের উপরে জোর দেওয়া হোক। সকলে করোনা বিধি মেনে চলুন, অকারনে বাড়ির বাইরে থেকে বের হবেন না। রাজ্যগুলির কাছে অনুরোধ, আপনারা পরিযায়ী শ্রমিকদের পাশে থাকুন, তারা যেখানে রয়েছে সেখানে থাকার পরামর্শ দিন।”

About Author