Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

‘মোদীর সপ্তপদী’ করোনা যুদ্ধে বিজয়ী হবার মোদীর ৭ দাওয়াই

করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে রক্ষা করাই এখন মূলমন্ত্র। দেশের মানুষকে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।…

Avatar

করোনা ভাইরাসের প্রকোপ থেকে দেশকে রক্ষা করাই এখন মূলমন্ত্র। দেশের মানুষকে এই মারণ ভাইরাসের হাত থেকে রক্ষা করার জন্য আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে যাতে কোনোভাবে নতুন করে সংক্রমণ না ছড়ায় সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আজ এই ভাষণে প্রধানমন্ত্রী অনেক কিছু উল্লেখ করেছেন। তিনি দেশের সমস্ত মানুষের জন্যই মঙ্গল কামনা করেছেন। তার সাথেই তিনি ৭ টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা বলেছেন।

তিনি বলেছেন যে সবাইকে একসাথে এই ৭ টি জিনিস মানতে হবে, তাহলে অনেক ভালো হবে বলে মনে করছেন মোদী। তিনি যে ৭ টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের কথা উল্লেখ করেছেন, সেগুলি হল –

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

১) দেশের যুবসমাজকে তিনি এগিয়ে আসতে বলেছেন, বাড়িতে যারা বয়স্ক মানুষ রয়েছেন তাদের বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। করোনার হাত থেকে রক্ষা করার জন্য তাদেরকে অতিরিক্ত যত্নের এবং নিয়মের মধ্যে রাখা প্রয়োজন।

২) লকডাউন এবং সোশ্যাল ডিস্ট্যান্সিং এর লক্ষণ রেখা মেনে চলতে বলেছেন। যেখানেই বেরোতে হবে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। আর সাথে সমস্ত নিয়ম মানতে হবে।

৩) শরীরের ইমিউনিটি বাড়ানোর জন্য মোদীজি ‘আয়ুশ মন্ত্রক’-র গাইডলাইন মেনে চলার কথা বলেছেন।

৪) দেশের মানুষকে তিনি ‘আরোগ্য সেতু’ মোবাইল app ডাউনলোড করার কথা বলেছেন। এই app -র মাধ্যমে করোনা সংক্রমণের সম্পর্কে জানা যাবে বলে তিনি জানিয়েছেন।

৫) এরসাথে তিনি দেশের মানুষকে গরিব মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করতে বলেছেন। যাতে দেশের এই গরিব মানুষগুলো কঠিন পরিস্থিতিতে বিনা আহারে না মারা যায়, সেদিকে লক্ষ্য রাখতে বলেছেন।

৬) উদ্যোগপতিদের উদেশ্যে তিনি বলেছেন যে কর্মীদের প্রতি সংবেদনশীল হবার জন্য। এই পরিস্থিতিতে কাউকে চাকরি থেকে ছাঁটাই না করার জন্য প্রধানমন্ত্রী অনুরোধ করেছেন।

৭) দেশের সমস্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের প্রতি ভালো ব্যবহার করতে বলেছেন। এদের প্রতি কোনোরকম খারাপ ব্যবহার করা যাবে না বলে জানিয়েছেন মোদী।

About Author