হট পোশাকে ঝুমা বৌদি, হইচই নেট দুনিয়ায়

কৌশিক পোল্ল্যে: ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের সুবাদে ঝুমা বৌদি এখন নেটিজেনদের কাছে সুপরিচিত। এই সিরিজের প্রথম সিজনে স্বস্তিকা মুখার্জী ওরফে উমা বৌদির পর, দ্বিতীয় সিজনে ঝুমা বৌদিও বেশ সাফল্য পান,…

Avatar

কৌশিক পোল্ল্যে: ‘দুপুর ঠাকুরপো’ ওয়েব সিরিজের সুবাদে ঝুমা বৌদি এখন নেটিজেনদের কাছে সুপরিচিত। এই সিরিজের প্রথম সিজনে স্বস্তিকা মুখার্জী ওরফে উমা বৌদির পর, দ্বিতীয় সিজনে ঝুমা বৌদিও বেশ সাফল্য পান, ফলে সেবারও পাঁচ পর্বের সিরিজটি সুপারহিট হয়।

এই ঝুমা বৌদির আসল নাম মোনালিসা। ভোজপুরি সিনেমার এক জনপ্রিয় মুখ তিনি, সাপ্তাহিক হাই বাজেট সিরিয়াল ‘নজর’এও মুখ্য ভূমিকায় কাজ করেছেন তিনি।

দুপুর ঠাকুরপোর পরই হট বৌদি হিসেবে পরিচিতি পান মোনালিসা। তার পোস্ট করা প্রতিটি ছবিই বেশ উষ্ণতার ভরপুর ও সরগরম করে দেয়। লাস্যময়ী ফিগারে যৌবনের ঢেউয়ে হিল্লোল তোলে তার প্রতিটি আঙ্গিক।

আরও পড়ুন : আইটেম ড্যান্সার নোরা ফাতেহির হট জিম লুক, ভাইরাল সেই ছবি

সদ্য এরকমই একটি ছবি পোস্ট করলেন মোনালিসা। অফ রেড কাটা স্কাটে তার মসৃন শরীর সুস্পষ্ট এবং বক্ষযুগল আবৃত স্লিভলেস টপে। উষদুষ্ণ এই লুক যে ঝড় তুলবে তা আর বলার অপেক্ষা রাখে না। হাত দুখানি উর্দ্ধগগনে তুলে রয়েছেন শরীরী ভঙ্গিমায়। ঝুমা বৌদির সেই পোস্টটির একঝলক নীচে দেখে নিন।

 

View this post on Instagram

 

The More I Look Back … The More I See Miracles ??…. #poser #instagood #instamood #fridayvibes

A post shared by MONALISA (@aslimonalisa) on