Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Monalisa Bold Look: কালো পোশাক পরে সৌন্দর্যের নজর কাড়লেন অভিনেত্রী মোনালিসা, ফিগার দেখে নিয়ন্ত্রণহীন ভক্তরা

Updated :  Saturday, December 3, 2022 11:32 AM

অভিনয় জগতের একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার একাধিক ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নেহাত কম নয়। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার অর্থাৎ স্বামী বিক্রান্তের সাথে সময় কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলক নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। তবে এই মুহূর্তে এক নামি সংস্থার আয়োজিত অনুষ্ঠানে বোল্ড লুকে উপস্থিত ছিলেন মোনালিসা। সেই অনুষ্ঠান থেকেই নিজের বেশ কিছু ছবি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন। আপাতত সেই সূত্রেই চর্চার আলোয় মোনালিসা।

উল্লেখ্য, অভিনেত্রীর শেয়ার করা সাম্প্রতিক ছবিগুলিতে তাকে কালো অফশোল্ডার শর্ট ড্রেসে দেখা গিয়েছে। খোলা চুলে, মানানসই কানের দুলে, পায়ে ছিল সোনালী হাই হিলও। ঠোঁটে লেগেছিল সেই চিরপরিচিত হাসিও। বলাই বাহুল্য, এদিনও অভিনেত্রী সবসময়ের মতোই নিজের বোল্ড লুক ক্যারি করেছিলেন। ‘রোলিং স্টোন ইন্ডিয়া’ নামের একটি নামি সংস্থা দ্বারাই আয়োজিত হয়েছিল এই অনুষ্ঠান। জিও’ও যুক্ত ছিল এই অনুষ্ঠানের সাথে। অবশ্য সেইসমস্ত কথা অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবি ও ভিডিওতে নজর রাখলেই স্পষ্ট হবে। অবশ্য পার্টিরও বেশ কিছু ঝলক উঠে এসেছে তার শেয়ার করে নেওয়া ভিডিওতেই। তার সাথে সেলফিও তুলতে দেখা গিয়েছে সেখানে উপস্থিত একাধিকজনকে। ‘কান্ড হো গেয়া’ গানের সাথেই রিল ভিডিও আকারে শেয়ার করে নিয়েছেন সাম্রতিক ভিডিওটি। তবে বলাই বাহুল্য, অভিনেত্রী এই মুহূর্তে নিজের লুকের কারণেই চর্চিত ও প্রশংসিত।