সারদা কান্ডে রাজ্যে হুলস্থুল পড়ে গেলে স্বয়ং মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমানতকারীদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেন। সেই সময় তিনি সিগারেটের মূল্যবৃদ্ধি ঘটিয়ে অর্থলগ্নি সংস্থায় প্রতারিত জন সাধারণের টাকা ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন। এই উদ্দেশ্যে রাজ্যের তরফে বাড়ানো হয় সিগারেটের শুল্ক।
একই সাথে আমানতকারীদের টাকা ফেরতের বিষয়টি তদারকির জন্য তিনি একটি কমিটি গঠন করেন। হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের নেতৃত্বাধীন সেই কমিটি টাকা ফেরতের বিষয়ে সমস্ত আইনগত দিকগুলো খতিয়ে দেখবেন, এমনটাই জানিয়েছিলেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ঢিমেতালে চলেছে সেই কাজ। বেশ কয়েক বছর বাদে আদালতের নির্দেশে এবার নড়েচড়ে বসেছে শৈলেন্দ্র প্রসাদ তালুকদারের কমিটি। অর্থলগ্নি সংস্থা অ্যালকেমিস্টের শেয়ার বিক্রি করে ২৬ কোটি টাকা পেয়েছে সেবি।
সেই টাকা বর্তমানে জমা রয়েছে তালুকদার কমিটির কাছে। জমা টাকা খুব শীঘ্রই আমানতকারীদের হাতে তুলে দেওয়ার জন্য তালুকদার কমিটিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি জয় সেনগুপ্তের ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার এক নির্দেশিকা জারি করে হাইকোর্টের এই ডিভশন বেঞ্চ পূজোর আগেই আমানতকারীদের টাকা ফেরত দিতে বলেন তালুকদার কমিটিকে।