দেশনিউজ

টাকা ঢুকছে গরিব মহিলাদের অ্যাকাউন্টে, খুশি হয়ে ধন্যবাদজ্ঞাপন প্রধানমন্ত্রীকে

Advertisement

কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল যে এপ্রিলের শুরু থেকেই মহিলাদের জনধন একাউন্টে টাকা ঢুকবে। আর এর ফলে উপকৃত হবেন দেশের ২০ কোটি গরিব মহিলা। সেই অনুযায়ী টাকা ঢুকতে শুরু করেছে জনধন একাউন্টে। বর্তমান পরিস্থিতিতে হাতে এই ৫০০ টাকা আসায় মোদীকে ধন্যবাদ দিয়েছেন উপকৃত মহিলারা।

গরিব মানুষদের যাতে অনাহারে পড়তে না হয় তার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করা হয়েছিল। সেই ঘোষণাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছিলেন যাদের জনধন একাউন্ট আছে তাদের একাউন্টে সরাসরি ৫০০ টাকা মাসিক হিসাবে ঢুকবে। তিনমাস টাকা দেবে সরকার।

৩ এপ্রিল থেকে যাদের একাউন্টের শেষ ডিজিট ০-১ তাদের টাকা ঢুকেছে। আর ২-৩ শেষ ডিজিটের একাউন্টগুলিতে ৪ এপ্রিল টাকা ঢুকেছে। আর ৭ এপ্রিল ৪-৫ শেষ ডিজিটের একাউন্টে টাকা দেওয়া হবে বলে জানা গেছে। ৯ এপ্রিলের মধ্যে সবার একাউন্টে টাকা ঢুকে যাবে বলে জানানো হয়েছে। তবে অনেকে টাকা পাইনি বলেও অভিযোগ করেছেন।

সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখার কথা বার বার বলা হয়েছে। ব্যাঙ্কে ভিড় করতে বারণ করা হয়েছে। বিহারের সমস্তপুরে মহিলাদের টাকা ঢুকতেই তারা ব্যাঙ্কে এসে ভিড় করতে শুরু করে। তাই এই ভিড় যাতে না হয়, সেদিকে নজর রাখছে প্রশাসন।

Related Articles

Back to top button