নিউজরাজ্য

Monsoon 2023 Bengal arrival: বিরাট আপডেট, অবশেষে বাংলা জুড়ে আসছে বর্ষা, কবে গরম থেকে মুক্তি পাবেন দক্ষিণবঙ্গবাসী?

পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষাকালের সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বলে জানাচ্ছি আলিপুর আবহাওয়া দপ্তর

Advertisement

এখন কমবেশি সারাদেশে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী বুধবারের মধ্যেই দেশের উত্তর পশ্চিম বা নর্থইস্টের অনেক জায়গাতে প্রবেশ করতে চলেছে বর্ষা। এর পরে আস্তে আস্তে দেশের সমস্ত প্রান্তে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে রবিবার থেকেই বদলে যেতে চলেছে আবহাওয়া। আগামী ১৭ জুন ২০২৩ তারিখে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। এর আগেই যদিও উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ হয়েছিল তবে এবার দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে চলেছে। ফলে বাংলার কোনায় কোনায় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ছড়িয়ে পড়বে বলে মনে করা হচ্ছে।

১৭ জুন যদি বর্ষা প্রবেশ করে তাহলে আরো সক্রিয় হতে দুই থেকে তিন দিন মত সময় লাগবে মৌসুমী বায়ুর। অর্থাৎ উত্তর গোলার্ধের সবথেকে বড় দিন অর্থাৎ ২১ জুন থেকে বর্ষার আঁচ পেতে চলেছেন দক্ষিণবঙ্গের মানুষ। শনিবারের পর থেকেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে। তবে শনিবার পর্যন্ত এই গরমের আবহাওয়া বজায় থাকতে চলেছে দক্ষিণবঙ্গে। এর ফলে শনিবার পর্যন্ত পশ্চিমের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। উপকূলের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে।

শনিবার পর্যন্ত কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আদ্রতা জনিত অস্বস্তি বজায় থাকবে। উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গে একই রকম গরম থাকবে। ১৭ জুনের পর থেকে একটু একটু করে দক্ষিণবঙ্গে গরম কমবে। অন্যদিকে উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলাতে বর্ষা চলবে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে দার্জিলিং কালিম্পং কার্শিয়াং এবং কোচবিহারের বেশ কয়েকটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের নিচের দিকে জেলাগুলি অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে।

Related Articles

Back to top button