Weather Update: রাজ্যে ধেয়ে আসছে বর্ষা, কবে থেকে শুরু হবে বৃষ্টি? রইল আপডট

বর্ষার ঢেউ ইতিমধ্যেই ধাক্কা মেরেছে উত্তরবঙ্গে। পাহাড়ি জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টির দাপট, বজ্রবিদ্যুৎ ও ঝড়ের আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনও জারি রয়েছে তীব্র গরম আর আদ্রতার অস্বস্তি। তবে সুখবর — জুনের প্রথম সপ্তাহেই রাজ্যের দক্ষিণাংশেও বর্ষা ঢুকতে চলেছে।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং— এই চার জেলায় আগামী তিন দিনের মধ্যে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। এই জেলাগুলি হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় ভূমিধস ও আকস্মিক বন্যার আশঙ্কাও করা হচ্ছে। রাজ্য প্রশাসন ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে।

বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সতর্কতা

উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ের সম্ভাবনা থাকায় সাধারণ মানুষকে সাবধান থাকতে বলা হয়েছে। খোলা জায়গায় না থাকার পরামর্শ দিচ্ছে আবহাওয়া দফতর। পাহাড়ি এলাকায় ভ্রমণ এড়াতে বলা হয়েছে পর্যটকদেরও।

দক্ষিণবঙ্গে বর্ষার আগমন কবে?

কলকাতা সহ দক্ষিণবঙ্গ এখনও পুড়ছে গরমে। জুনের ৩ তারিখে শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৯ ডিগ্রি। এই পরিস্থিতিতে বৃষ্টি একমাত্র মুক্তি হতে পারে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, জুন ৬ তারিখ থেকে দক্ষিণবঙ্গেও শুরু হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

দক্ষিণে স্বস্তি আনবে বর্ষা

বর্ষার আগমনে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্য অপেক্ষা করছে স্বস্তির বার্তা। দিনের তীব্র গরম ও রাতের আর্দ্র অস্বস্তি থেকে মিলবে কিছুটা রেহাই। কৃষি ক্ষেত্রেও এই বৃষ্টির জল যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।

পাঠকদের প্রশ্ন এবং উত্তর:

১. উত্তরবঙ্গে বৃষ্টি কতদিন চলবে?
আগামী তিন দিন পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তার পরেও আবহাওয়া রকমারি থাকতে পারে।

২. বর্ষা দক্ষিণবঙ্গে ঠিক কবে আসবে?
পূর্বাভাস অনুযায়ী, জুন ৬ তারিখের আশপাশেই দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ সম্ভাব্য।

৩. দার্জিলিং ও কালিম্পং-এ ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা আছে কি?
সরাসরি নিষেধাজ্ঞা না থাকলেও আবহাওয়া সতর্কতা মেনে চলা এবং জরুরি তথ্য জানা আবশ্যিক।

৪. বজ্রবিদ্যুৎ থেকে কীভাবে বাঁচা যাবে?
খোলা মাঠ, গাছ বা উঁচু জায়গা এড়িয়ে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়াই শ্রেয়।

৫. দক্ষিণবঙ্গে বর্ষা কেমন প্রভাব ফেলবে?
তাপমাত্রা হ্রাস ও আর্দ্রতা কমিয়ে বর্ষা সাময়িক স্বস্তি আনবে, কৃষিক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।

Rahit Roy

Recent Posts

The Real Meaning Behind Wicked: For Good — Jon M. Chu Breaks His Silence

Director Jon M. Chu has opened up about the political themes and emotional depth in…

October 29, 2025

Ariana Grande Returns to Brunette Hair After 3 Years as Blonde for ‘Wicked’

Ariana Grande has officially returned to her signature brunette look after three years of maintaining…

October 29, 2025

The Secret Tricks Queen Elizabeth Used to Show She’d Made a Decision

In a new revelation about royal protocol, biographer Andrew Morton has shared insights into Queen…

October 29, 2025

Stranger Things Season 5 Poster May Reveal Vecna’s Death — Who Will Sacrifice?

The newly released Stranger Things Season 5 poster has ignited speculation about the fate of…

October 29, 2025

Halle Bailey and DDG Drop Restraining Orders After Months — Custody Terms Revealed

Actor-singer Halle Bailey and rapper-YouTuber DDG have formally dropped the restraining orders they filed against…

October 29, 2025

Madison Beer and Justin Herbert Courtside at Lakers Game, Then Spotted at World Series

Pop singer Madison Beer and NFL quarterback Justin Herbert drew attention this week with consecutive…

October 29, 2025