SBI-এর ব্যাপক স্কিম, ২০০০ টাকা বিনিয়োগ করে ২২ লাখ টাকা লাভ

বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নানা ধরনের স্কিম চলছে। বিনিয়োগ করে সহজেই লাভ পাওয়া যায়।

Advertisement

Advertisement

বর্তমানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নানা ধরনের স্কিম চলছে। বিনিয়োগ করে সহজেই লাভ পাওয়া যায়। আজ আমরা আপনাকে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড স্কিম সম্পর্কে বলতে চলেছি।

Advertisement

মিউচুয়াল ফান্ড

মিউচুয়াল ফান্ড দুই ধরনের, একটি এসআইপি প্ল্যান এবং অন্যটি সিঙ্গেল ইনভেস্টমেন্ট প্ল্যান। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এসআইপি স্কিম সম্পর্কে বলতে চলেছি। বর্তমানে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ সবচেয়ে জনপ্রিয় হয়ে উঠছে। কারণ মিউচুয়াল ফান্ড এসআইপি সাধারণ বিনিয়োগের চেয়ে বেশি সুদের হার পায়।

Advertisement

এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান

এসবিআই মিউচুয়াল ফান্ড এসআইপি স্কিম আপনার জন্য সেরা বিকল্প হিসাবে প্রমাণিত হতে পারে। ২০০০ টাকা বিনিয়োগ করে আপনি কিভাবে ২২ লক্ষ টাকার তহবিল পেতে পারেন সে ব্যাপারে জানাতে চলেছি। মিউচুয়াল ফান্ড এসআইপিতে বিনিয়োগ সাধারণ বিনিয়োগের তুলনায় বেশি সুদ লাভ করে। এসবিআই ম্যাগনাম মিড ক্যাপ ডাইরেক্ট প্ল্যান হতে পারে লাভদায়ক বিকল্প। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই মিউচুয়াল ফান্ডটি ২০১৩ সালে শুরু হয়েছিল।

Advertisement

বিগত সময়ে মিলেছে দারুণ রিটার্ন

আর এই মিউচুয়াল ফান্ডটি ২০১৩ সাল থেকে ২০.০০৭ শতাংশ দারুণ রিটার্ন দিয়েছে। যদি এই মিউচুয়াল ফান্ডের গত ৩ বছরের রিটার্নের দিকে তাকান, তাহলে ২৪.৪৪% রিটার্ন দেওয়া হয়েছে। আর গত ১ বছরে এই মিউচুয়াল ফান্ড এসআইপি দুর্দান্ত রিটার্ন দিয়েছে- ৪০.৩১ শতাংশ। আপনি যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মিউচুয়াল ফান্ড এসআইপি স্কিমে প্রতি মাসে ২ হাজার টাকা বিনিয়োগ করেন, বার্ষিক ২০% এর আনুমানিক রিটার্ন পেতে পারেন।

১৯ লক্ষ ৮৫৯০ টাকা সুদ!

যদি ১৫ বছরের জন্য ২০০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে মোট বিনিয়োগ হবে ৩৬০০০০ টাকা! এই বিনিয়োগে আপনি ১৯ লক্ষ ৮৫৯০ টাকা সুদ লাভ করতে পারেন।

Recent Posts