ইতিমধ্যেই চিনে করোনা ভাইরাস আক্রান্ত হাজারের অধিক মানুষ। মৃত্যু হয়েছে ৪১ জনের। দেশের চারটি শহরে চীন থেকে আসা ১১ জনকে আইসোলেশন ওয়ার্ডে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে তাদের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি এই ভাইরাসের।
নেপালে কয়েকজন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানা যায়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকক তাই সর্তকতা জারি করেছে কারণ নেপাল থেকে বহু মানুষ পশ্চিমবঙ্গে যাতায়াত করে, তাই পশ্চিমবঙ্গে এই ভাইরাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য স্বাস্থ্য দপ্তর প্রস্তুতি নিচ্ছে এই ভাইরাস প্রতিরোধে। আইসোলেশন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতাল, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে।
আরও পড়ুন : রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আর্জি খারিজ, ফের সুপ্রিম কোর্টে নির্ভয়ার ধর্ষক
মেডিক্যাল চেকপোস্ট তৈরি হয়েছে উত্তরবঙ্গের পানিট্যাঙ্কি, পশুপতি, মিরিকের সীমানায়। দিন দিন চিনে যেভাবে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে তাতে আতঙ্কের সৃষ্টি হচ্ছে গোটা দেশে। বিমানবন্দরেও তাই সমস্ত পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে যাতে এক দেশ বা রাজ্য থেকে আরেক দেশে বা রাজ্যে কোন ভাবে ছড়িয়ে না পড়ে এই ভাইরাস।