দেশনিউজ

রেলের বেসরকারিকরণ নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত, ভারত জুড়ে ছুটবে একাধিক বেসরকারি সংস্থার ট্রেন

Advertisement

দ্বিতীয় বারের জন্য প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেই রেলের বেসরকারিকরণের দিকে নজর দিয়েছিলেন নরেন্দ্র মোদী। এবার সেই প্রক্রিয়াকে আরও কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেলেন তিনি। তেজস চালানোর মাধ্যমে বেসরকারি হাতে রেলের রাশ ছাড়ার যে প্রক্রিয়া শুরু হয়েছিল, এবার তা আরও জোরালো হলো। কেন্দ্রের সিদ্ধান্ত মতো আরও বেশ কিছু বেসরকারি ট্রেন ছুটবে দেশের বিভিন্ন প্রান্তে।

দেশের ১০০ টি রুটে এই ট্রেন ছুটবে বলে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত পর্যটন কেন্দ্রগুলো এই প্রকল্পের মধ্যে রয়েছে বলে জানা গেছে। সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশি বিদেশি বহুজাতিক সংস্থা। অ্যালস্টোম ট্রান্সপোর্ট, বোমবার্ডিয়ার, হুন্ডাই রোটেম এবং টাটা রিয়েলিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার, হিতাচি ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া, এসেল গ্রুপ, আদানি পোর্ট অ্যান্ড সেজ ও IRCTC-র মতো দেশি বিদেশি বহুজাতিক সংস্থাগুলো ভারতে রেল চালানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে।

ভারতের অর্থমন্ত্রী ড. নির্মলা সীতারমণ ২০২০-২১ সালের বাজেট ঘোষণায় জানিয়েছেন, এই পরিকল্পনা কার্যকর করতে পরিকাঠামোর উন্নয়নে জোর দেওয়া হবে। নতুন রেললাইন তৈরি, গেজ পরিবর্তন, ডবল লাইন, রোলিং স্টক, সিগন্যালিং ও টেলিকম ব্যবস্থার জন্য মোট প্রায় ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে।

Related Articles

Back to top button