উন্নাও কাণ্ডের প্রতিবাদে নিজের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরানোর চেষ্টা মায়ের

উন্নাও এর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিজের ছয় বছরের মেয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন মা। শুক্রবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান উন্নাও এর নির্যাতিতা তরুণী। তারপর থেকেই…

Avatar

উন্নাও এর ঘটনার প্রতিবাদ করতে গিয়ে নিজের ছয় বছরের মেয়ের গায়ে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করলেন মা। শুক্রবার সকালে দিল্লির সফদরজং হাসপাতালে মারা যান উন্নাও এর নির্যাতিতা তরুণী। তারপর থেকেই হাসপাতালের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উত্তেজিত জনতা। সেখানেই এই কান্ড ঘটান এক তরুণী।

পুলিশের তরফে জানানো হয়েছে, বিক্ষোভ চলাকালীন এক তরুণী তার ছয় বছরের মেয়ের গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করেন। পুলিশ গ্রেপ্তার করে ওই তরুণীকে। জানা যাচ্ছে, এদিন সকালে বিক্ষোভ চলাকালীন হঠাৎই এই কান্ড করে বসেন ওই তরুণী। তিনি বলতে থাকেন, ‘আমার মেয়েকেও কোনোদিন এভাবে পুড়িয়ে দেবে, তাই আমিই আগে থেকে ওকে মেরে ফেলি।’

ঘটনাস্থলে উপস্থিত পুলিশরা ওই মহিলাকে তাড়াতাড়ি ধরে ফেলেন এবং বাচ্চাটাকে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে দিল্লির সফদরজং হাসপাতালেই চিকিৎসারত আছে বাচ্চাটি।