এখন স্মার্টফোন সকলের হাতে হাতে এই নিয়ে কোনো সন্দেহ নেই। ভারতের এখন স্মার্টফোনের বাজার এখন খুবই প্রতিযোগিতাপূর্ণ। প্রতিদিনই কোনো না কোনো কোম্পানি কম দামে নতুন ফিচারের নিয়ে লঞ্চ করছে নতুন নতুন স্মার্টফোন। রেডমি, রিয়েলমি খুব কম দামে দারুন দারুন ফিচার নিয়ে আসছে। এবার মোটোরোলা তাদের ওয়ান সিরিজের নতুন ফোন মোটোরোলা ওয়ান ম্যাক্রো ভারতের বাজারে লঞ্চ করেছে।
আপনি, আজ ১২ টার পর থেকে এই ফোনটি কিনতে পারবেন ফ্লিপকার্ট এ। ফোনের দাম ৯,৯৯৯ টাকা। ৯,৭৫০ টাকা পর্যন্ত পুরনো ফোন এক্সচেঞ্জের অফার দিচ্ছে সংস্থা।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowমানে আপনি ২৪৯ টাকায় পেয়ে যেতে পারেন এই ফোনটি। জিও গ্রাহকরা এই ফোনের সঙ্গে ২,২০০ টাকা ক্যাশব্যাক ও ১২৫ জিবি ডেটা পাবেন। এই সুযোগ হাতছাড়া করবেন না, তাড়াতাড়ি কিনে নিন।