Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সেজে উঠলেন সুন্দরী মৌনি রায়, উত্তাল নেটপাড়া

কৌশিক পোল্ল্যে: বঙ্গকন্যা মৌনি রায়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একঝাঁক সৌন্দর্য। কারন আর কিছুই নয়, ইনস্টাগ্রামে তার সব হট অ্যান্ড বিউটিফুল ছবি দেখে ফিদা হননি এমন লোক বোধহয়…

Avatar

কৌশিক পোল্ল্যে: বঙ্গকন্যা মৌনি রায়ের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একঝাঁক সৌন্দর্য। কারন আর কিছুই নয়, ইনস্টাগ্রামে তার সব হট অ্যান্ড বিউটিফুল ছবি দেখে ফিদা হননি এমন লোক বোধহয় খুব কমই রয়েছেন। একের পর এক সুন্দর ছবি পোস্ট করে নিজের অনুরাগীদের মাতিয়ে রাখতে কখনোই ভোলেন না বলিউডের নাগিন। তার ছবিই হয়ে ওঠে চর্চার হট টপিক।

সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটল আবারো। তবে বরাবরের মতো তার পোশাকে নতুনত্ব তো অবশ্যই রয়েছে। এবার তিনি পরিধান করে রয়েছেন একটি অসাধারন পোশাক যার প্রিন্টে রয়েছে রঙবেরঙের অসংখ্য ফুল। এবং বলাইবাহুল্য ফুলের সাজে অপূর্ব দেখাচ্ছে কোচবিহারের বঙ্গতনয়াকে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

আরও পড়ুন : পোশাকে ও ভঙ্গিমায় তাক লাগালেন ‘মা’ সিরিয়ালের ঝিলিক, দেখুন সেই ছবি

খুবই অল্প সময়ের মধ্যে লাইক কমেন্ট ও শেয়ারে ভরে ওঠে প্রথম পোস্টটি, সেকারনেই আরও দুবার ওই পোশাক পরিহিত ভিন্ন শরীরি ভঙ্গিমায় আরও দুটি ছবি পোস্ট করেন মৌনি। রনবীর আলিয়া অভিনীত আসন্ন ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে একটি অন্যরকম চরিত্রে দেখা যাবে মৌনিকে। ছবিটি এবছরই মুক্তি পাচ্ছে। তার সেই সেক্সি লুকের ছবিখানি নীচে সাজানো রইল, দেখে নিন।

About Author