লকডাউনে দূষণ কমে যাওয়ায় এবার স্পষ্ট দেখা গেল মাউন্ট এভারেস্টের অপরূপ দৃশ্য
লকডাউনের ফলে প্রকৃতির আশ্চর্য সব রূপ চাক্ষুস করতে পারছে মানবজাতি। একটার পর একটা প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য দেখা যাচ্ছে। শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, তার সাথে রয়েছে পশু পাখিদের অবাধ বিচরণ। রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে হরিণ, ময়ূর। কখনও আবার বাড়ির জানলায় ঠোকর মারছে ময়ূর। কিন্তু এবার দেখা গেল পাহাড়ের অপূর্ব রূপ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট দেখা গেল একেবারে স্পষ্ট। নেপালের রাজধানী কাঠমানডু থেকে মাউন্ট এভারেস্টের চূড়া দেখতে পেলেন সাধারণ মানুষ।
এভারেস্টের যে এত সুন্দর রূপ তা বহুদিন পর দেখতে পেলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ২০০ কিমি দূরের এই পাহাড়কে আগে কখনো এত স্পষ্ট ভাবে দেখা যায়নি। এভারেস্টের রং পুরো সোনার মত উজ্জ্বল ও ঝকঝকে। এর আগে স্পষ্ট ভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া গিয়েছিল। বেশ কয়েকদিন আগে ধৌলধর পাহাড় দেখতে পেয়েছিলেন জলন্ধরের বাসিন্দারা। এমনকি হিমালয়ের চূড়াও দেখা গিয়েছিল। এই পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখে অবাক হয়েছিলেন স্থানীয়রা। পাহাড়ের এই দৃশ্য রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
The #COVID19Lockdown has cleaned the air over #Nepal and northern #India. So much so that for the first time in many years, Mt #Everest can be seen again from #Kathmandu Valley even though it is 200km away.
More breathtaking images by @AbhushanGautam: https://t.co/IqFZw39haC pic.twitter.com/ErTJa7kPJo
— Nepali Times (@NepaliTimes) May 15, 2020
বহুদিন পর মানুষ প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখার সুযোগ পেলেন। আসলে লকডাউনের জেরে পরিবেশে দূষণের মাত্রা অনেকটাই কমেছে। ফলে বাতাস এখন হালকা ও বিশুদ্ধ। আকাশ পুরো ঝলমলে। দূষণের চিহ্নমাত্র নেই। আর তাই মানুষ এইসব প্রাকৃতিক রূপ দেখতে পাচ্ছেন। আর দেখে অবশ্যই অবাক হচ্ছেন। লকডাউনের ফলে প্রকৃতির এই আশ্চর্য রূপ চাক্ষুস করার সুযোগ পেয়েছে মানুষ।