নতুন ৫টি বন্দে ভারত এক্সপ্রেস পেল এই রাজ্য, পর্যটন ক্ষেত্রকে উন্নত করবে
মধ্যপ্রদেশের এই সমস্ত ট্রেন এখন পর্যটন ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে চলেছে
এখন ভারতের সবথেকে জনপ্রিয় রেল হল বন্দে ভারত এক্সপ্রেস। আধুনিক প্রযুক্তির এই ট্রেন নিয়ে সবার মধ্যেই উন্মাদনা তুঙ্গে। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বাঙ্গালীদের মধ্যে ইতিমধ্যেই অত্যন্ত জনপ্রিয়তা পেয়ে গেছে। প্রায় প্রত্যেকদিনই এই ট্রেন একেবারে সম্পূর্ণ ভর্তি চলছে। অন্যান্য ট্রেনগুলিও একই ভাবেই তুমুল জনপ্রিয় এখন। আর এবারে নতুন বন্দে ভারত ট্রেন আসলো মধ্যপ্রদেশে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ মধ্যপ্রদেশে এই ট্রেনের পতাকা উন্মোচন করায়, মধ্যপ্রদেশে আরো পাঁচটি নতুন ট্রেনের উদ্বোধন হয়েছে। প্রধানমন্ত্রী তার সফরে নগরীর অন্যান্য অনুষ্ঠানেও যোগ দেবেন বলে জানা যাচ্ছে। যদি প্রধানমন্ত্রী এই ট্রেন চালু করেন তাহলে পর্যটন শিল্প যে রকম ভাবে উন্নত হবে, তেমনি কর্মসংস্থানে নতুন দার খুলবে এবং যাত্রীরা কম সময়ে যাতায়াত করতে পারবেন।
মধ্যপ্রদেশের পাঁচটি বন্ধে ভারত ট্রেন হল যথাক্রমে রানী কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস, খাজুরাহো ভোপাল ইন্দোর বন্দে ভারত এক্সপ্রেস, ধারোয়ার বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস, মাদগাঁও মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস, এবং হাতিয়া পাটনা বন্দে ভারত এক্সপ্রেস। তবে এর মধ্যে রানী কমলাপতি বন্দে ভারত এক্সপ্রেস মহাকৌশল অঞ্চলটিকে মধ্যপ্রদেশের কেন্দ্রীয় অঞ্চলের সাথে যুক্ত করতে চলেছে।
ভেড়াঘাট, সাতপুরা এবং পাঁচমারির মত অনেক পর্যটন ক্ষেত্রকে একসাথে যুক্ত করবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেস। মাদগাঁও মুম্বাই বন্দে ভারত এক্সপ্রেস গোয়ার প্রথম বন্দে ভারত ট্রেন হতে চলেছে। ট্রেনটি মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে গোয়ার মাদগাঁও স্টেশনের মধ্যে চলবে। পর্যটন ক্ষেত্রে এগুলি যথেষ্ট উন্নতি সাধন করবে বলে মনে করছেন প্রধানমন্ত্রী।