খেলাক্রিকেট

World Cup 2011: এই ব্যাটেই পূরণ হয়েছিল ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন, ধোনির বিশ্বকাপ জেতানো ব্যাটের দাম উঠলো 72 লাখ টাকা

2011 সালের আজকের দিনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল ভারতের।

Advertisement

দিনটা আজও হয়তো ভুলতে পারিনি কোন ভারতীয়। 28 বছর পর বিশ্বজয়ের লড়াইয়ে আজকের দিনে শক্তিশালী শ্রীলংকার বিপক্ষে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে মাঠে নেমেছিল ভারত। আর সেই ম্যাচ জয়ের অন্যতম সেরা নায়ক নির্বাচিত হয়েছিলেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। হ্যাঁ, 2011 সালের আজকের দিনে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হয়েছিল ভারতের।

ওডিআই বিশ্বকাপের ফাইনাল ম্যাচে শক্তিশালী শ্রীলংকার মুখোমুখি হয়েছিল ভারত। তবে ম্যাচের কোন একটি পর্যায়ে ভারতের বিশ্বজয়ের স্বপ্ন হয়ে উঠেছিল দুঃস্বপ্ন। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে 274 রান তোলে শক্তিশালী শ্রীলঙ্কা। সেই সময় লঙ্কান অধিনায়ক কুমার সাঙ্গাকারার 48 রানের পাশাপাশি বিস্ফোরক ব্যাটসম্যান মাহেলার জয়াবর্ধনে 88 বলে 103 রান করে অপরাজিত ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন।

ভারতের সামনে লক্ষ্যমাত্রা মাত্র 275 রানের হলেও পরপর উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে টিম ইন্ডিয়া। ইনিংসের দ্বিতীয় বলেই মালিঙ্গা ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেবাগকে এলবিডব্লিউ করে আউট করেন। এরপর সেই একই রাস্তা ধরেন তৎকালীন ক্রিকেটের শাসক শচীন টেন্ডুলকার। তবে এক প্রান্তে গৌতম গম্ভীর শক্ত পিলিয়ারের মতো দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দেন টিম ইন্ডিয়াকে।

গৌতম গম্ভীরের 97 রানের সেই ধৈর্যশীল ইনিংস হয়তো কখনোই ভুলতে পারবেনা ভারতবাসী। তার সঙ্গে বিরাট কোহলির 35 রানের ইনিংসে ভারতের বিশ্ব জয়ের স্বপ্ন পূরণ হওয়ার রাস্তা প্রশস্ত হতে শুরু করে। এরপর শ্রীলংকার পরাজয়ের শেষ পদক্ষেপটি নেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ব্যাট হাতে অপরাজিত 91 রানের ইনিংস খেলে মাঠ ত্যাগ করেন তিনি। আর বর্তমানে মহেন্দ্র সিং ধোনির সেই ব্যাটের ছবি ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। ব্যাটটি 2011 সালের 18 জুলাই নিলামে ওঠলে নিলামে ভারতীয় মুদ্রায় সর্বোচ্চ 72 লক্ষ টাকা দাম ওঠে। যা সর্বোচ্চ দামি ব্যাট হওয়ার জন্য গিনিস বুক অফ অল্ড রেকর্ডে নাম লেখে।

Related Articles

Back to top button