নিউজ

OMG! সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনলেন মুকেশ আম্বানি! জানেন সেকেন্ড হ্যান্ড গাড়িটির দাম কত! চমকে যাবেন

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : মুকেশ আম্বানি, ভারতের সবচেয়ে তথা পৃথিবীর অন্যতম ধনী ব্যক্তি রিলায়েন্স ইন্ডাট্রিজের কর্ণধার। তাই তার জীবনযাপনও যে বিলাসবহুল হবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিলাসবহুল জীবনযাপনের পাশাপাশি বিলাসবহুল গাড়িরও খুব শখ মুকেশ আম্বানির। পৃথিবীর প্রায় সমস্ত বিলাসবহুল গাড়িই গ্যারেজে আছে রিলায়েন্স কর্তার।

কিছুদিন আগেই তিনি কিনেছিলেন রোলস রয়েসের বিখ্যাত কালিনান গাড়িটি। তার সংগ্রহের তালিকায় এবার যুক্ত হলো পৃথিবীর অন্যতম বড় গাড়ি নির্মাণ কারী কোম্পানির টেসলা, একটি বিলাসবহুল গাড়ি। কিন্তু মুকেশ আম্বানির কেনা এই টেসলার গাড়িটি কিন্তু সেকেন্ড হ্যান্ড। হ্যাঁ, ঠিকই পড়ছেন! সত্যিই টেসলার একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছেন রিলায়েন্সের কর্ণধার।

ভারতে বিদ্যুৎ চালিত গাড়ি আনতে চলেছে মার্কিন গাড়ি প্রস্তুতকারক সংস্থা টেসলা। কিন্তু ভারতে আসার আগেই টেসলারের একটি মডেল এসে গেছে রিলায়েন্স কর্ণধারের বাড়ির গ্যারেজে। টেসলা S100D মডেলের এই গাড়িটি বাজারে এসেছিল ২০১২ তে। মাত্র ৪২ মিনিট চার্জ দিয়েই প্রায় ৩৯৬ কিলোমিটার যেতে পারে এই ইলেক্ট্রিক গাড়িটি।

শূন্য থেকে ১০০ কিলোমিটার স্পিড তুলতে এই গাড়িটির সময় লাগে মাত্র ৪.৩ সেকেন্ড। মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে টেসলার এই মডেলটির দাম ৭৫ লক্ষ টাকা, কিন্তু বিভিন্ন ট্যাক্স দেওয়ার পর ভারতের বাজারে এই গাড়িটির দাম ১.৫ কোটি টাকা। সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে এই গাড়ি। নম্বর MH 01 DJ 7777. রিলায়েন্স গ্রুপের নামে নথিবদ্ধ রয়েছে এই বৈদ্যুতিক গাড়িটি।

টেসলা গাড়িটি বিদেশ থেকে আমদানি করা একটি গাড়ি। আর বিদেশ আমদানি করা গাড়ির কাগজপত্র করা বেশ ঝামেলাপূর্ণ। তাই সেসব ঝামেলা এড়ানোর জন্যই গাড়িটি আমদানিকৃত কোম্পানির নামে রেজিষ্ট্রেশন করা হয়েছিল। পরে হাত বদল করে এই টেসলা গাড়ির রেজিস্ট্রেশন করা হয় রিলায়েন্স ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের নামে।

আর হাত বদল হওয়া যে কোনও জিনিসকে আমরা চলতি ভাষায় আমরা সেকেন্ড হ্যান্ডই বলি। তাই রিলায়েন্স কর্ণধারের কেনা এই টেসলা গাড়িটিও কিন্তু সেকেন্ড হ্যান্ডই।

Related Articles

Back to top button