মুম্বই: লকডাউনের মধ্যেও ধনী তালিকায় উঠে এসেছে শিল্পপতি মুকেশ আম্বানির নাম। এর পাশাপাশি নতুন বছরের মধ্যগগনে জিও 5G পরিষেবা নিয়ে আসতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আর এবার শুধু নিজের কোম্পানি নয়, গত দুই দশকে তিনটি অর্থনীতির মধ্যে উঠে আসবে ভারত, এমনটাই দাবি করেছেন শিল্পপতি মুকেশ আম্বানি। তবে এই দাবি তিনি অন্য কারোর কাছে করেননি। করেছেন তো করেছেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গের কাছে করেছেন।
আসলে সম্প্রতি মুকেশ আম্বানি এবং মার্ক জুকারবার্গ একটি আলাপচারিতায় মেতেছিলেন। আর সেখানেই এই প্রসঙ্গ তোলেন মুকেশ আম্বানি। তিনি ভারতের অর্থনীতির প্রসঙ্গ তুলতে গিয়ে দেশের মধ্যবিত্ত শ্রেণীর কথা বলেন। তিনি বলেছেন, ,’দেশে মোট জনসংখ্যার ৫০ শতাংশ মধ্যবিত্ত সম্প্রদায়ভুক্ত। যা বছরে ৩-৪ শতাংশ করে বাড়ে। তবে যেভাবে ভারতের অর্থনীতি এগোচ্ছে, তাতে আমার দৃঢ় বিশ্বাস, আগামী দুই দশকে ভারতের অর্থনীতি বিশ্বের তিনটি প্রধান অর্থনীতির মধ্যে অন্যতম হয়ে উঠবে। ভারত হয়ে উঠবে গুরুত্বপূর্ণ ডিজিটাল সমাজ, যার চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম। এভাবেই ভারতের অগ্রগতির পক্ষে সওয়াল করেন শিল্পপতি মুকেশ আম্বানি।
তাঁর কথায় ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ ভীষণভাবে উৎসাহিত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। এমনকি ভারতের অর্থনীতিতে ফেসবুক অংশ নিতে পারে বলেও তিনি যুক্তি দেখিয়েছেন। আগামী দিনে সত্যিই ভারতের অর্থনীতির এতটাই উন্নতি হয় কিনা, এখন সেটাই দেখার।