আজ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়া কাণ্ডের দোষীদের তিহার জেলে ফাঁসি কাঠে ঝোলানো হয়। তিরিশ মিনিট পর মরদেহগুলিকে দীন দয়াল হাসপাতালে পোস্ট-মর্টেম করার জন্য পাঠানো হয়। তারপর মরদেহগুলিকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
সূত্রের খবর অনুযায়ী মুকেশ সিং তার শেষ ইচ্ছার কথা লিখেছেন যে সে তার দেহদান করতে চায়। আর বিনয় তার আঁকা ছবিগুলি জেলের আধিকারিককে দিতে চায় বলে লিখে গেছেন। পবন এবং অক্ষয় তাদের কোনো ইচ্ছার কথা জানাননি।
আরও পড়ুন : ২০ শে মার্চ ‘ন্যায় দিবস’ হিসাবে পালন করা হোক
দোষীদের মৃত্যুর পর তারা এতদিন জেলে থেকে যা কিছু টাকা উপার্জন করেছিল, সেই সমস্ত টাকা তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। অক্ষয় কুমার ৬৯০০০ টাকা, পবন গুপ্ত ৩৯০০০ টাকা ও বিনয় শর্মা ৩৯০০০ টাকা জেলে থাকাকালীন উপার্জন করেছিল। কিন্তু মুকেশ সিং কোনো কাজ করবে না বলে আগেই জানিয়ে দিয়েছিলেন।
২০১২ সালের ১৬ ডিসেম্বর সেই নির্মম অত্যাচারের কাহিনী সারা দেশকে ভাবিয়ে তুলেছিল। ওই ঘটনার পর প্রশ্ন উঠেছিল মেয়েদের নিরাপত্তা নিয়ে। প্রশ্ন উঠেছিল নৃসিংশ অত্যাচারের মানসিকতার। আজ সেই সব প্রশ্নের সমাধান পেয়েছে গোটা দেশ। শান্তি পেয়েছে নির্ভয়ার আত্মা। তীব্র লড়াই ও মানসিক যন্ত্রনা থেকে মুক্তি পেয়েছে নির্ভয়ার মা ও বাবা। আর সবথেকে খুশি হয়তো হয়েছে নির্ভয়া।