দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক বিজেপির, জরুরী তলব মুকুল-দিলীপকে

দিল্লি থেকে করা হয়েছে জরুরি তলব। সেই ডাকে সারা দিতে শুক্রবারই দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৈঠকের জন্যেই ডেকে পাঠানো হয়েছে তাকে। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির…

Avatar

দিল্লি থেকে করা হয়েছে জরুরি তলব। সেই ডাকে সারা দিতে শুক্রবারই দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বৈঠকের জন্যেই ডেকে পাঠানো হয়েছে তাকে। সেখানে উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় (Mukul Roy)ও। বৈঠকের জন্যই ডেকে পাঠানো হয়েছে তাকে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের আসন্ন রাজ্য সফর এবং সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে বলে সূত্রের খবর।

২১ এ বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। সেই দিকে তাকিয়ে প্রতি মাসে পালা করে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ(Amit Shah) এবং গেরুয়া শিবিরের সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Nadda)। রোড শো থেকে জনসভা, দলের ভিতরে দফায় দফায় বৈঠক, কিছুই বাকি থাকছেনা। তেমনই আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে রাজ্যের নেতাদের। এই দিনেও তেমনই জরুরি তলব করা হয়েছে বাংলার দুই শীর্ষ নেতাকে।

গেরুয়া শিবিরের সূত্রের খবর, দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত নেতা কৈলাস বিজয়বর্গীয়, গেরুয়া শিবিরের সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। তবে বৈঠকে বিজেপি নেতা জেপি নাড্ডা থাকবেন নাকি তা এখনও স্পষ্ট ভাবে জানা যায়নি। সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই রাজ্যের দুই শীর্ষ নেতাকে ডেকে পাঠানো হল বলে খবর সূত্রের।

জানুয়ারি মাসের ১৯,২০ তারিখ বাংলায় আসতে পারেন তিনি। কিন্তু এই দিন নয়, তার সম্ভাব্য সফরসূচি আগামী ৩০ এ জানুয়ারি। বিজেপি সূত্রে খবর হতে এমনটাই জানা গিয়েছে। তবে যেদিনই আসুন অমিত শাহ, এবার তাঁর জনসভা হবে বনগাঁয়, মতুয়া মহলে। সেখানে সম্ভবত নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) নিয়ে মতুয়াদের আশ্বস্ত করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ফলে নিজেদের নাগরিকত্ব নিশ্চিত করতে তাঁর সভার দিকে এখন তাকিয়ে মতুয়া ও উদ্বাস্তু সম্প্রদায়। এবার সেই জনসভার আগেই রাজ্যের দুই নেতাকে তড়িঘড়ি দিল্লিতে তলব করা হল।