৭০ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে মুকুল রায়কে তলব করল কলকাতা পুলিশ। তাঁর বিরুদ্ধে টাকার বিনিময়ে রেলের কমিটিতে সদস্যপদ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতারণার অভিযোগ রয়েছে বলে পুলিশ সূত্রের খবর। এই মামলায় আজ সোমবার ঠাকুরপুকুর থানায় হাজিরার নোটিশ পাঠানো হয় তাঁকে। মুকুল রায় জানিয়েছেন, আজ ব্যস্ত থাকায় যেতে পারবেন না।
তবে আগামীকাল তিনি থানায় হাজিরা দিতে পারেন বলে সূত্রের খবর। এর আগে দুর্গাপূজার অষ্টমীর দিনও তাঁকে তলব করা হয়েছিল। তখনই তিনি জানিয়েছিলেন, পুজোয় ব্যস্ত থাকার কারণে হাজিরা দিতে পারবেন না। অন্য যেকোন সময় ডাকলে তিনি তদন্তে সহযোগিতা করবেন বলে জানান তিনি।
তবে এরই ফাঁকে কলকাতা হাইকোর্টে আবেদন করে নিজের আগাম জামিনের ব্যবস্থাও করেন পদ্ম শিবিরের চাণক্য। এই ঘটনার প্রতিক্রিয়া দিতে গিয়ে মুকুল রায় এদিন বলেন, ‘আমি কোন অনৈতিক কাজ করিনি। তাই কোথাও যেতে আমার কোন আপত্তি নেই।’ তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ায় এর আগেও অবশ্য ৮০ লক্ষ টাকার একটি আর্থিক প্রতারণার মামলায় মুকুল রায়কে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল রাজ্যের তরফে, এমনটাই অভিযোগ বিজেপি শিবিরের।