নারদকাণ্ডে তদন্ত শুরুর দু’বছর পর শুধুমাত্র আইপিএস অফিসার এসএমএইচ মির্জাকে গ্রেফতার করতে পেরেছে সিবিআই। তাঁকে জেরা করেই বর্তমানে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে কিছু তথ্য পাওয়া গিয়েছে। মির্জার পর এবার নারদকাণ্ডে গ্রেফতার হতে পারেন মুকুল রায়। পুজোর মধ্যেই তাঁর গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে খবর। তাঁর বিরুদ্ধে প্রাপ্ত তথ্য প্রমান দিল্লি পাঠানো হয়েছে বলে দাবি তদন্তকারীদের এক সূত্রের। হেডকোয়ার্টারের পরবর্তী নির্দেশের অপেক্ষায় গোয়েন্দারা।
মুকুল রায় বর্তমানে বিজেপিতে। কিন্তু নারদকাণ্ডে ভিডিও প্রকাশের সময় তৃণমূলে ছিলেন তিনি। তবে আদৌ কি গ্রেপ্তার সম্ভব ?, প্রশ্ন বিরোধীদের।