প্রয়াত হলেন উত্তরপ্রদেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদব। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন মুলায়ম। টানা বেশ কয়েকদিন ভর্তি ছিলেন গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে। সেখানেই চলছিল চিকিৎসা। কিন্তু শেষ রক্ষা হলো না। সমাজবাদী পার্টির টুইটার প্রোফাইল থেকে পিতার মৃত্যুর খবর জানালেন খোদ পুত্র অখিলেশ যাদব। তিনি লেখেন, ‘আমার শ্রদ্ধেয় বাবা এবং সবার নেতা আর নেই – শ্রী অখিলেশ যাদব।’ বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, জীবনদায়ী ওষুধ তাকে দেওয়া হচ্ছে তবে তার অবস্থার উন্নতি হয়নি।
৮২ বছর বয়সী মুলায়ম সিং যাদবকে গত সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি করা হয়। গত রবিবার পরিস্থিতির অবনতি হলে হরিয়ানার গুরুগ্রামের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে ছিলেন তিনি। তার পরিবারের তরফ থেকে জানানো হচ্ছে, বেশ কিছুদিন ধরেই তার শরীর ভালো ছিল না। আগস্ট মাস থেকেই তার চিকিৎসা চলছিল।
উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরপর তিনবার রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক পদে থেকে দায়িত্ব সামলেছেন। কেন্দ্রের পূর্বতন ইউনাইটেড ফ্রন্ট সরকারের প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন একটা সময়ে। রাষ্ট্রবিজ্ঞানের স্নাতক মুলায়ম উত্তরপ্রদেশ থেকে দশবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালে মইনপুরী কেন্দ্রের লোকসভা সাংসদ ছিলেন তিনি। সবমিলিয়ে সাত বারের জন্য সাংসদ পদ সামলেছেন মুলায়াম সিং যাদব। তবে রক্তচাপ জনিত সমস্যা দেখা দিয়েছিল কিছুদিন আগে থেকে। শ্বাসকষ্টে ভুগছিলেন। তারপরেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়।