কলকাতা স্টেশন থেকে মহাকুম্ভ যাত্রার জন্য ভারত গৌরব স্পেশ্যাল টুরিস্ট ট্রেন ছাড়ার ঘোষণা করেছে IRCTC। এই ট্রেন ২০ ফেব্রুয়ারি যাত্রা শুরু করবে। ৫ রাত ও ৬ দিনের এই ট্রেন যাত্রায় যাত্রীরা ঘুরে দেখতে পারবেন প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
প্যাকেজের বিস্তারিত তথ্য
IRCTC-র তরফে এই বিশেষ ট্রেনের জন্য এসি, নন-এসি এবং জেনারেল ক্লাসের আলাদা প্যাকেজের ব্যবস্থা করা হয়েছে।
– ইকোনমি বা স্লিপার ক্লাস: মাথাপিছু খরচ ১৯,১০০।
– ৩এসি ক্লাস: মাথাপিছু খরচ ২৫,১০০।
ট্রেনের ৩এসি কামরায় মোট ১৭৮টি সিট এবং স্লিপার ক্লাসে ৫০০টি সিট রয়েছে। যাত্রাপথে থাকার জন্য এসি ও নন-এসি হোটেলের ব্যবস্থা থাকবে।
প্যাকেজে অন্তর্ভুক্ত সুবিধা
– ট্রেনে যাত্রা
– ৫ দিন ও ৬ রাতের থাকা-খাওয়ার ব্যবস্থা
– এসি বা নন-এসি হোটেলে থাকার সুবিধা
– তীর্থস্থানে ভ্রমণের জন্য বাস পরিষেবা
– উল্লেখযোগ্য মন্দির ও তীর্থস্থান ভ্রমণ
– কাশী বিশ্বনাথ মন্দির
– তুলসী মন্দির
– হনুমান মন্দির
– হনুমান গড়ি মন্দির
– সঙ্কটমোচন মন্দির
– রাম মন্দির
বুকিং পদ্ধতি
এই বিশেষ ট্রেনের সিট বুকিং করতে হলে IRCTC-এর ওয়েবসাইটে যেতে হবে। সেখান থেকে বুকিং প্রক্রিয়া সম্পন্ন করার পাশাপাশি বাকি তথ্য সংগ্রহ করা যাবে।
মহাকুম্ভ উপলক্ষে রেলের বিশেষ উদ্যোগ
মহাকুম্ভ যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল এ বছর মোট ১৩,০০০ ট্রেন চালাচ্ছে, যার মধ্যে ৩,১৩৪টি স্পেশ্যাল ট্রেন।
– স্বল্পদৈর্ঘ্যের মেলা স্পেশ্যাল ট্রেন: ১,৮৬৯টি
– দূরপাল্লার স্পেশ্যাল ট্রেন: ৭০৬টি
– রিং ট্রেন (চক্ররেল): ৫৫৯টি
প্রয়াগরাজে টেন্ট সিটির ব্যবস্থা
মহাকুম্ভে পুণ্যার্থীদের থাকার জন্য প্রয়াগরাজে একটি বিশাল ‘টেন্ট সিটি’ তৈরি করেছে IRCTC।
– ২০ লক্ষ পুণ্যার্থীর থাকার ব্যবস্থা।
– স্নানের ঘাটের কাছাকাছি শীতাতপ-নিয়ন্ত্রিত তাঁবু।
– টেন্ট বুকিংয়ের চাহিদা এত বেশি যে অনেক আগেই সব বুক হয়ে গিয়েছে।
উপসংহার
IRCTC-এর এই বিশেষ ট্রেন যাত্রা যাত্রীদের জন্য এক অসাধারণ সুযোগ। একই যাত্রায় প্রয়াগরাজ, বারাণসী এবং অযোধ্যার মতো গুরুত্বপূর্ণ তীর্থস্থান ঘুরে দেখার অভিজ্ঞতা এবং সকল সুযোগ-সুবিধা নিশ্চিত করছে। যারা এই যাত্রায় অংশ নিতে চান, দ্রুত IRCTC-এর ওয়েবসাইটে গিয়ে বুকিং সম্পন্ন করুন। v