দুপুর থেকে বানিজ্য নগরী মুম্বাইতে দাপট দেখিয়েছে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’ (Nisarga)। তবে এবার আবহাওয়াবিদেরা জানিয়েছেন, রাতের মধ্যেই ক্রমে শক্তি হারিয়ে ফেলবে ঘূর্ণিঝড়টি। এরপর মুম্বাইতে শুরু হবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত। মুম্বাই ছাড়াও পুণে, রায়গড়, পালঘর, সিন্ধুদূর্গ, রত্নগিরি জেলাগুলিতে ২০০ মিমিরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যার জেরে ভাসতে চলেছে বানিজ্য নগরী। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো, আরব সাগর থেকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিনত হয়ে আছড়ে পড়ে মুম্বাইয়ের কাছে রায়গড় জেলার আলিবাগের রত্নগিরিতে। এরপর সারা দুপুর তান্ডব চলে স্থলভাগে।
‘নিসর্গ’-এর তান্ডবের জেরে উপড়ে গিয়েছে বহু গাছপালা, ছিঁড়ে গিয়েছে ইলেকট্রিকের তার। যার ফলে ব্যহত বিদ্যুৎ পরিষেবা। শহর জুড়ে ব্যহত হয়ে গিয়েছে ইন্টারনেট পরিষেবা। তবে রাতের মধ্যেই ঘূর্ণিঝড়টি শক্তি হারিয়ে ফেলবে। এরপর শহর জুড়ে শুরু হবে বৃষ্টিপাত। এদিকে ঘূর্ণিঝড়ের সঙ্গে একনাগাড়ে চলেছে বৃষ্টি। এরপর ফের রাতে আবার বৃষ্টি হলে নাকাল পরিস্থিতির সৃষ্টি হবে মুম্বাইয়ের।
আবহাওয়াবিদেরা জানিয়েছেন, আরব সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় চলে যায় ওমান উপসাগরের দিকে। যার ফলে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’-এর তেমন দাপট হয়নি মুম্বাই জুড়ে। তার আগেই নিজের শক্তি হারিয়েছে সাইক্লোনটি। তবে ভারী বৃষ্টিপাতের জেরে ভাসতে পারে বানিজ্য নগরী।