এখনই স্বস্তির নিশ্বাস নিতে পারলেননা শাহরুখ গৌরি পুত্র আরিয়ান খান। শাহরুখ-পুত্রের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করলো আদালত বৃহস্পতিবার আরিয়ানকে ১৪ দিন জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় ম্যাজিস্ট্রেট আদালত। এই রায় ঘোষণার পরোক্ষণে শাহরুখ নিযুক্ত আইনজীবী আরিয়ানের অন্তর্বর্তী জামিনের আবেদন করেন। তবে এখানেই শেষ রক্ষা হলনা। আপাতত ১৪ দিন রুদ্ধদ্বার কক্ষেই দিন কাটাতে হবে আরিয়ানকে। তাঁর দুই সঙ্গী আরবাজ শেঠ মার্চেন্ট এবং মুনমুন ধমেচার জামিনের আবেদনও মঞ্জুর করেনি আদালত।
সতীশ মানেশিন্দের মতো এত বড় হাইপ্রোফাইল আইনজীবীর দলিল কাজে আসেনি আদালতে। এদিন মুম্বই মেট্রোপলিটন কোর্টের বিচারক, আরএম নেরলিকার আরিয়ানের জামিনের আবেদন গ্রহণযোগ্য নয়। তবে আরিয়ান এদিন নিজেকে নির্দোষ দাবি করে এদিন শাহরুখ পুত্র নিজের আইনজী বী মারফত কোর্টকে জানায়, ‘আমি ২৩ বছর বয়সী একটা ছেলে, আমার কোনও ক্রিমিন্যাল রেকর্ড নেই। আমাকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছিল। ড্রাগস নিতে বলা হলে আমি অস্বীকার করেছিলাম। আমার বিরুদ্ধে আর কোনও অভিযোগ নেই। আমার ফোনের সমস্ত ডেটা সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে’।
আরিয়ান আরও জানায়, ‘তাঁর বাবা-মা রয়েছে, পরিবার এখানে থাকে। তিনি ভালো ঘরের ছেলে। আমার ভারতীয় পাসপোর্ট রয়েছে, তিনি কোথাও পালিয়ে যাবেননা’। এমনকি তিনি ক্ষমতাশালী বাবার ছেলে বলে তথ্য-প্রমাণের লোপাটের কোনও চেষ্টাও সে করবে না- এমনও আশ্বাস জানিয়েছেন আরিয়ান। এদিন আরিয়ান আরও জানায়, ‘তঁর কাছ থেকে কোনওরকম মাদক উদ্ধার হয়নি, এবং যে চ্যাটের কথা বলা হচ্ছে সেগুলো সেইসময়ের যখন তিনি বিদেশে ছিলেন’।
আরিয়ানকে গত শনিবার রাতে এক বিলাসবহুল ক্রুজের ‘রেভ পার্টি’ থেকে আটক করে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। ১৬ ঘন্টা টানা জেরার পর রবিবার গ্রেফতার করা হয় শাহরুখ-গৌরি পুত্রকে।আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মার্চেন্টকে গত শনিবারই গোয়াগামী ক্রুজ থেকে আটক করেছিল কারণ আরবাজের কাছ থেকে ৬ গ্রাম গাঁজা উদ্ধার করেছিল এনসিবি।ত আরিয়ানকে জেরা করে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে মাদকচক্রী অর্চিতকে গ্রেফতার করেছে এনসিবি।