মুম্বাই : গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী পলাতক ইজাজ লাকদওয়ালাকে বিহারের পাটনা থেকে গ্রেপ্তার করেছে মুম্বাই পুলিশ। ভুয়ো পাসপোর্টে ইজাজের মেয়ে সানিয়া বিদেশে পালাতে যাওয়ার চেষ্টা করার সময় মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে গত মাসেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। মেয়েকে জেরা করেই ইজাজের সম্বন্ধে তথ্য পায় পুলিশ। সেখান থেকেই ইজাজকে আজ গ্রেপ্তার করে মুম্বাই পুলিশের বিশেষ দল।
ইজাজ লাকদাওয়ালাকে আজ আদালতে হাজির করা হয়, সেখানে তাকে ২১ জানুয়ারী পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিচারপতি। দুই দশকেরও বেশি সময় ধরে পলাতক লাকদাওয়ালা অতীতে মুম্বাইয়ের বেশ কয়েকটি মাফিয়া গ্যাংয়ের সাথে যুক্ত ছিল। বিখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিম, ছোটা শাকিলের সঙ্গীও ছিল এই ইজাজ লাকদাওয়ালা। তার বিরুদ্ধে ২৫টিরও বেশি অপহরণ, খুনের চেষ্টা ও দাঙ্গা লাগানোর মামলা ঝুলছে। এছাড়াও আরও ৮০ টি মামলায় পুলিশের কাছে তার বিরুদ্ধে প্রমাণ রয়েছে। পুলিশ অনেকদিন ঠেকরি তাঁকে খুঁজছিল।
আরও পড়ুন : ধর্মঘটে মালদার সুজাপুরে হামলার ভার নিল CID, গ্রেফতার ১২
মুম্বই পুলিশের এক কর্মকর্তা সাংবাদিক সম্মেলনে বলেছেন যে, গত মাসে আটক হওয়া ইজাজ লাকদওয়ালার কন্যাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছিল যে ২০২০ সালের ৮ ই জানুয়ারী লাকদওয়ালার পাটনা যেতে পারে। তারপরই মুম্বই পুলিশ বিহার পুলিশের সাথে যোগাযোগ করে এবং তাদের সাথে মিলিত ভাবে অভিযান চালিয়ে আটক করে ইজাজ লাকদওয়ালাকে।