নয়াদিল্লি: দীর্ঘ ২৮ বছর ধরে চলা বাবরি মসজিদ ধ্বংসের মামলা রায় আজ, বুধবার ঘোষণা করা হয়েছে। অবশেষে এই মামলার নিষ্পত্তি হল আজ। মূল অভিযুক্ত বত্রিশ জনকে কার্যত বেকুসুর খালাস করে দিয়েছে লখনউ সিবিআই আদালত। ফলে বেকসুর খালাস হয়েছেন এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িয়ে থাকা লালকৃষ্ণ আদভানি মুরলী মনোহর যোশী উমা ভারতীর সহ আরো অনেক হেভিওয়েট নেতারা আর রায় ঘোষণার লালকৃষ্ণ আদভানি যেমন জানিয়েছেন এই রায় ঐতিহাসিক রায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রায়। তেমন মুরলী মনোহর যোশী জানিয়েছেন যে, এই রায় প্রমাণ করে দিল যে, সেদিন কোনও ষড়যন্ত্র হয়নি।
তিনি এ প্রসঙ্গে বলেছেন, ‘বাবরি মসজিদ ধ্বংসের ঘটনায় আজ যে রায় বেরোল তা ভীষণভাবে ঐতিহাসিক একটা রায়। এই রায়ে প্রমাণ করে দিল যে, কোনও ষড়যন্ত্র ছিল না। এটা একটা গণতান্ত্রিক আন্দোলন ছিল। এর পেছনে কারোর কোনও প্ররোচনামুলক হাত ছিল না, তা প্রমাণ করে দিল এই রায়। আশা করব, এরপর এই নিয়ে কোনওরকম বিবাদ দেশের মধ্যে হবে না। দেশ একটা ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে এই মুহূর্তে যাচ্ছে, তাই বলব একসঙ্গে মিলে যেন কাজ করা যায়। জয় জয় শ্রীরাম, সকলকে সম্মতি দিক ভগবান।’ এভাবেই বাবরি মসজিদ ধ্বংসের রায়ের বিশ্লেষণ করলেন তিনি। তবে এই রায় আসলে একটা ‘গটআপ’, এমনটাই মনে করছে বিরোধী শিবির।