সংশোধিত নাগরিকত্ব আইন, এনআরসি,এনপিআর নিয়ে দেশ জুড়ে চলছে বিক্ষোভ, আন্দোলন। সিএএ, এনআরসির বিরুদ্ধে দিল্লির শাহীনবাগে আজ তিনমাস ধরে বিক্ষোভ প্রদর্শন চলছে। এই অবস্থায় বিতর্কিত মন্তব্য করে শিরোনামে বিজেপি সাংসদ, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। গত বুধবার বিহারের পূর্ণিয়ায় একটি দলীয় সভায় বক্তৃতা দেওয়ার সময় গিরিরাজ সিং, ভারতে বসবাসকারী মুসলিমদের ১৯৪৭ সালেই পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন। তাঁর এই মন্তব্যের পরেই দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
বিজেপির ওই সভায় কেন্দ্রীয় পশুপালন, মৎস্য ও দুগ্ধজাতপণ্য মন্ত্রী বলেন, ‘১৯৪৭ সালের আগে থেকেই জিন্নাহ মুসলিমদের জন্যে আলাদা রাষ্ট্র তৈরি করার জন্য চাপ দিচ্ছিল। তারপরই পাকিস্তান গঠিত হয়। আমাদের পূর্বপুরুষদের উচিত ছিল মুসলিমদের পাকিস্তানে পাঠিয়ে দেওয়া আর হিন্দুদের এখানে স্থানান্তরিত করা। তাদের সেই ভুলের মূল্য আমরা আজও চোকাচ্ছি। আজ যদি ভারতের মানুষরাই ভারতে আশ্রয় না পান তাহলে তারা কোথায় যাবেন।’ তাঁর এই মন্তব্য সামনে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে।
সব খবর মোবাইলে পেতে 👉🏻
Join Nowআরও পড়ুন : মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে একশ্রেণীর মানুষ, অভিযোগ শিক্ষামন্ত্রীর
প্রসঙ্গত, কিছুদিন আগেই একই রকম একটি বিতর্কে জড়িয়েছিলেন গিরিরাজ সিং। কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বিখ্যাত ইসলামিক মাদ্রাসা বোর্ড দেওবন্দের উদ্দেশ্যে গিরিরাজ সিং বলেছিলেন, দেওবন্দ সন্ত্রাসবাদের গঙ্গোত্রী। তাঁর এই মন্তব্যের পরে বিজেপির অন্দরেই তার সমালোচনা হয়। খোদ বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তাকে ডেকে পাঠান। কিন্তু সেই ঘটনা থেকেও যে তিনি কোনো শিক্ষাই নেননি তা আবার দেখা গেলো।