নবান্নের সিদ্ধান্তে রাতেই বদলি হাওড়ার পুর কমিশনার

গতকাল হাওড়ার টিকিয়াপাড়ার ঘটনায় কড়া পদক্ষেপ নবান্নের। কাল রাতেই বদল করা হল হাওড়ার পুলিশ কমিশনারকে। পুলিশের উপর হামলার ঘটনায় হাওড়ার পুর কমিশনার বিজিন কৃষ্ণাকে বদক করা হয়েছে। গতকাল রাতেই নবান্নের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয় যে হাওড়ার পুর কমিশনারের জায়গায় এখন অতিরিক্ত জেলাশাসক ধবল জৈন আপাতত দায়িত্ব নেবেন। আর প্রাণী সম্পদ দফতরের যুগ্ম সচিবের দায়িত্বে থাকবেন বিজিন কৃষ্ণা।

গতকাল বিকেলে হাওড়ার টিকিয়াপাড়ার বেলসিয়াস রোড যেটা কনটেনমেন্ট এলাকার অন্তর্গত, সেখানে একটি বাজারে ফল কিনতে গিয়ে বহু মানুষের জমায়েত হয়। এই দেখে পুলিশ লাঠি নিয়ে আসেন। পুলিশকে দেখে জনতা পুলিশের উপর হামলা শুরু করে। শুরু হয় পুলিশ ও জনতার খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে ইট পাথর ছোড়া হয়। আহত হন কয়েকজন পুলিশ। এমনকি পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। এছাড়া পুলিশের গায়ে পিছন থেকে লাঠি মারতে দেখা যায় একজন জনতাকে। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে।

রাজ্য পুলিশের পক্ষ থেকে টুইটে বলা হয় যে দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি দেওয়া হবে, এর পরেই মুখ্যমন্ত্রী রিটুইট করেন। ফলে বিষয়টি আরো জোরালো হয়। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। গতকাল পরিস্থিতি এতটাই উত্তাল হয়ে ওঠে যে ব়্যাফ নামাতে বাধ্য হয় পুলিস। কিন্তু জনতা প্রথমে ব়্যাফকে ঘিরে ধরে। পরে ব়্যাফকে তাড়াও করে। এই খবর শুনে  হাওড়া থানা ও ব্যাঁটরা থানার বিশাল পুলিস বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।