কলকাতানিউজরাজ্য

খরচ সামলাতে সাড়ে ৫৩ লক্ষ টাকা দাবি রাজভবনের, কিন্তু করোনা পরিস্থিতি বজায় রাখতে তা ফেরালো নবান্ন

Advertisement

কলকাতাঃ নবান্নের কাছে দৈনন্দিন খরচ বাবদ অতিরিক্ত সাড়ে ৫৩ লক্ষ টাকা চেয়েছিল রাজভবন৷ কিন্তু জানা গিয়েছে রাজ্য সরকার সেই অর্থ বরাদ্দের অনুরোধ খারিজ করে দিয়েছে। করোনা পরিস্থিতির মাঝে ব্যয় সংকোচনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাই এর মাঝে বেশি টাকা খরচ করা সম্ভব নয় বলে জানিয়েছে নবান্ন, ইতিমধ্যেই সেই খবর রাজভবনকেও দিয়েছে নবান্ন৷

করোনা পরিস্থিতিতে শুধু দেশ নয় রাজ্যের অবস্থাও অত্যন্ত খারাপ। জানা গিয়েছে ২০২০-২১ অর্থবর্ষে রাজভবনের জন্য বরাদ্দ করা বাজেট গত বছরের তুলনায় ৫০ শতাংশ কমানো হয়েছে৷ করোনা পরিস্থিতি সামাল দিতে রাজভবন কেন সব দফতরেরই বাজেট কমাতে বাধ্য হয়েছে রাজ্য সরকার৷

টান টান অবস্থা সামাল দিতে আর আগামী দিনে যাতে পরিস্থিতি আর হাতের বাইরে চলে না যায় সে সব কথা মাথায় রেখে আর চিন্তা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।রাজ্যের পরিস্থিতি সামাল দেওয়ার জন্যই এখন জরুরি ভিত্তি কোনও উন্নয়নমূলক প্রকল্প বা কাজ করার ক্ষেত্রে অর্থ দফতরের আগাম অনুমোদন নিতে হবে৷

এছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই সব স্বাভাবিক ভাবে বজায় রাখা হবে। তাই এই সময়ের মধ্যে রাজ্য সরকারি দফতরগুলি নতুন গাড়ি, কম্পিউটার, টেলিভিশন, আসবাবপত্রও কিনতে পারবে না৷

 

Related Articles

Back to top button