ভোজপুরি অভিনেত্রী নম্রতা মাল্লা জেনিত নিজের বোল্ড লুকের জন্য আবারো ভাইরাল হয়েছেন নেটমাধ্যমের পাতায়। ৩১ বছর বয়সেও তিনি প্রতিমুহূর্তে রীতিমতো উষ্ণতা ছড়ান তার ভক্তদের মনে। আগুন লাগিয়ে দেন নেটদুনিয়ার পাতাতেও। সম্প্রতি একটি হিট, জনপ্রিয় ভোজপুরি গানের সাথেই দুর্দান্ত নাচ করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। আপাতত নিজের সেই নাচের ভিডিও শেয়ার করেই চর্চায় নম্রতা।
সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বোল্ড ও লাস্যময়ী অবতারে আবির্ভূত হন নম্রতা। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি একজন পরিচিত মুখ। একাধিক হিন্দি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ইউটিউবের অন্যতম স্টার নম্রতা, সেকথা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না। ‘রাজা জি’ নামক একটি গানের সাথে মিউজিক ভিডিও বানিয়েই নিজের কেরিয়ার শুরু করেছিলেন অভিনেত্রী। তবে পরবর্তীকালে খুব অল্পসময়ের মধ্যেই ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাহসী অভিনেত্রী হিসেবে নিজের পায়ের তলার মাটি শক্ত করে ফেলেছেন নম্রতা।
১৯৮৯ সালের ৩’রা নভেম্বর দিল্লিতে জন্মেছিলেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রি ও ইউটিউবের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার সেনসেশন নম্রতা। নিজের হট লুকের জন্যই বেশিরভাগ সময় চর্চিত হন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। নেটমাধ্যমে এই অভিনেত্রীর ভক্তের সংখ্যা নেহাত কম নয়। তার এক ঝলক দেখার অপেক্ষায় থাকেন লাখো মানুষ। নেটমাধ্যমে তার ফলোয়ার্স সংখ্যা চোখে পড়ার মতো। তবে এবার নিজের নাচের কারণেই চর্চায় তিনি।
উল্লেখ্য, অভিনেত্রীর সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি অভিনেত্রী নিজেই শেয়ার করে নিয়েছেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। ভিডিওতে একটি টেনিস কোর্টের মধ্যেই দেখা মিলেছে তার। সম্ভবত শুটিংয়ের জন্য কিংবা কোন বোল্ড ফটোশুটের জন্যই এই জায়গায় উপস্থিত ছিলেন অভিনেত্রী। সেখানেই কাজের ফাঁকে বোল্ড শাড়ি লুকে একটি রিল ভিডিও বানিয়ে আপাতত চর্চায় রয়েছেন অভিনেত্রী। এদিন টিউব কাটিং কালো ব্লাউজ ও লাল সিফনের শাড়িতে চোখে মানানসই চশমা ও গয়নায় সেজেছিলেন তিনি। পায়ে হাই হিলের পাশাপাশি চুলে টানটান খোঁপা ছিল তার। এই মুহূর্তে অভিনেত্রী নিজের এই লুকের সূত্র ধরেই উষ্ণতা ছড়িয়েছেন গোটা নেটমহলে।
সাম্প্রতিক ভাইরাল হওয়া এই ভিডিওতে নিজের নতুন মিউজিক ভিডিওর গান ‘তবলা’র তালেই দেখা গিয়েছে নম্রতাকে। এই গানটি কেশরী লাল যাদব ও শিল্পী রাজের কন্ঠেই শোনা গিয়েছে। সোশ্যাল মিডিয়ার পাতায় এই মুহূর্তে ভোজপুরি দর্শকদের মাঝে ট্রেন্ডিং এটি। গানটি বেজায় পছন্দ করেছেন সাধারণ দর্শকরাও। উল্লেখ্য, সম্প্রতি এই গানের তালেই টেনিস কোর্টের মধ্যে শাড়ির আঁচল সরিয়ে রিল ভিডিও বানাতে দেখা গিয়েছে অভিনেত্রীকে, যা এই মুহূর্তে নেটমহলে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে রীতিমতো ভাইরাল।