Today Trending Newsনিউজপলিটিক্সরাজ্য

“নির্বাচনে জিতে ২ মে বাংলার মাটি ছুঁয়ে প্রণাম করব”, ভার্চুয়াল সভা থেকে বললেন মোদি

৫৬ টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্য নরেন্দ্র মোদী আজ ভার্চুয়াল জনসভায় উপস্থিত হয়েছিলেন

Advertisement

করোনা আবহে দেশের প্রত্যেকটি রাজ্যে বেশ বেহাল অবস্থা। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাপিয়ে গেছে। এই ভয়াবহ পরিস্থিতিতে ভারতের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে বেশ চিন্তায় গোটা ভারতবাসী। তবে করোনার মাঝেও বাংলায় চলছে একুশের বাংলা বিধানসভা নির্বাচন। এই নির্বাচনের ষষ্ঠ দফা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকি রয়েছে আর দুই দফা নির্বাচন। তবে এই দুই দফা নির্বাচনের জন্য প্রচারে বাধা রাখেনি বিজেপি। আজ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির বিজেপির পক্ষে বাংলার একাধিক জায়গায় জনসভা করার কথা ছিল। তবে করোনার করাল ছায়া দেখে শেষ মুহূর্তে গতকাল রাত্রে প্রধানমন্ত্রী সশরীরের সভা করার কথা বাতিল করেন। আজ বাংলার মোট ৫৬ বিধানসভা কেন্দ্রের প্রার্থীর জন্য ভার্চুয়াল জনসভা করলেন নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদী স্বভাবসিদ্ধ ভঙ্গিতে তার ভার্চুয়াল সভাতে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গলায় সুর তুলেছেন। আবারো কথার ভঙ্গিমা পরিবর্তন করে বাংলার মুখ্যমন্ত্রীকে “দিদি ওও দিদি..”বলে ডাকলেন। এছাড়াও তিনি আজ সভার শুরুতেই বাঙালির আবেগকে ত্বরান্বিত করার জন্য বিশ্বকবি রবি ঠাকুরের বিখ্যাত রচনা, “ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা” নিজ কন্ঠে শুনিয়েছেন। তিনি আরো বলেছেন, “বাংলার প্রথম ছয় দফা নির্বাচনে বিজেপিকে সমর্থন করার জন্য ধন্যবাদ জানাই। বাংলার প্রতিটি কোনায় কোনায় গিয়ে মানুষের কথা শুনে বুঝতে পেরেছি সোনারবাংলা তৈরীর জন্য ঠিক কতটা আগ্রহী তারা। মানুষের এই স্বপ্ন পূরণ করবো আমি। এই নির্বাচন শুধুমাত্র পরিবর্তনের জন্য না। এই নির্বাচন হবে প্রত্যেকটা বাংলার মানুষের আশা-আকাঙ্ক্ষা পূর্ণ করা।”

এছাড়াও ভার্চুয়াল জনসভায় তিনি আজ বলেছেন, “বিজেপি বাংলায় শাসনে এলে যুব সম্প্রদায়কে চাকরি দেওয়া হবে। মহিলাদের সুরক্ষা ব্যবস্থা করা হবে। থমকে থাকা মেট্রো প্রকল্প আবার চালু হবে। গুন্ডামিমুক্ত বাংলা তৈরি হবে।” এছাড়াও তিনি সকল কর্মী সমর্থককে মনের জোর দেওয়ার জন্য বলেছেন, “নির্বাচনে জয়লাভের পর ২ মে আমি নিজে মাথা নত করে বাংলার মাটিকে প্রণাম করব।”

Related Articles

Back to top button