অরূপ মাহাত: আভাস মিলেছিল দিন কয়েক আগেই। রবিবার দিন গড়াতেই স্পষ্ট হয়ে গেল ভবিতব্য। দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে ক্ষমতায় আসতে চলেছেন গোতাবায় রাজাপক্ষে। রাজাপক্ষের মুখপাত্র কহলিয়া রম্বুকওয়েলা সাংবাদিকদের জানিয়েছেন, ‘৫৩ থেকে ৫৪ শতাংশ ভোট পেয়ে এগিয়ে রয়েছি আমরা। ভোটের ট্রেন্ড অনুযায়ী জয় নিয়ে আমাদের কোন সন্দেহ নেই।
সোমবার সরকারি ভাবে ঘোষণা হওয়ার পরই রাষ্ট্রপতি রূপে শপথ নেবেন রাজাপক্ষে। আমরা খুব খুশি জনগণ আমাদের উপর আস্থা রেখেছেন।’ রবিবার বেলা বাড়ার সাথে সাথে স্পষ্ট হয়ে যায়, প্রধানমন্ত্রীর পছন্দের প্রার্থী সাজিদ প্রেমদাসাকে পরাজিত করে ক্ষমতায় আসছেন প্রাক্তন রাষ্ট্রপতি মহিন্দ্র রাজাপক্ষের ভাই গোতাবায় রাজাপক্ষে। প্রাক্তন এই সেনাপ্রধান চিনের ঘনিষ্ঠ বলেই জানা গেছে।
তার আমলেই শ্রীলঙ্কায় এনটিটিই জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতা পেয়েছিল সরকার। সেই কারনেই দেশের বেশিরভাগ মানুষ তার উপর ভরসা রেখেছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তামিল অধ্যুষিত অঞ্চলে তেমন সমর্থন পাননি ঘনিষ্ঠ মহলে ‘টারমিনেটর’ নামে পরিচিত গোতাবায়।
জয় নিশ্চিত হতেই রাজাপক্ষকে অভিনন্দন জানিয়েছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ‘শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গোতাবায় রাজাপক্ষকে অভিনন্দন জানাই। দক্ষিণ পূর্ব এশিয়া তথা দুই দেশের নিরাপত্তা, শান্তি, সমৃদ্ধির কাজে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে ভারত।’