করোনা মোকাবিলায় লকডাউন গোটা দেশ, পরিস্থিতি ক্রমশ ভয়ানক হচ্ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিন, আরও ৬১ জন নতুন করে করোনা আক্রান্ত হওয়ায় এখনও পর্যন্ত আক্রান্ত ১০৪৫ জন।
রবিবার ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মানুষের ভালোর জন্য, কিন্তু অনেকেই মানছে না লকডাউন, লকডাউন অমান্য করছেন, তারা নিজের জীবনের পাশাপাশি বাকিদের জীবনেকেও বিপদে ফেলে দিচ্ছেন। তিন সপ্তাহ লকডাউন রাখার গুরুত্ব সম্পর্কে তিনি বলেন, লকডাউনই এখন একমাত্র সমাধান, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত নিয়ে অনেকে হয়তো তাক ভুল ভাবছে কিন্তু এটার প্রয়োজনীয়তা ছিল, বিশ্বজুড়ে করোনাকে গুরুত্ব না দিয়ে অনেকেই লকডাউন মানেনি, তার পরিনতি গোটা বিশ্বের চোখের সামনে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লকডাউনের মতো কঠিন সিদ্ধান্ত নেওয়া দেশবাসী কাছে ক্ষমা চান।
তিনি বলেন কঠিন এই সিদ্ধান্তের ফলে বহু মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কিন্তু মানুষকে রক্ষা করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া অনিবার্য ছিল তার কাছে। গত মঙ্গলবার দেশজুড়ে লকডাউনের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। লকডাউনের মধ্যেই বহু মানুষের সমস্যার কথাও উঠে এসেছে, জানা গেছে মৃত্যুর ঘটনাও। সমস্যার মধ্যে পড়ে যায় ভিন রাজ্যের শ্রমিকরা, বহু দিনমজুরের বন্ধ হয়ে যায় রোজগার, উপায়হীন এইসব মানুষ দীর্ঘ পথ হাঁটতে থাকে, কেউ একা, কেউ বা পরিবারের সঙ্গে।