দেশনিউজরাজ্য

দেশের কথা বলছেন নাকি বাংলার কথা? রাজ্যসভায় ডেরেক কে কটাক্ষ মোদির

এবারের সংসদে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন কে (Derek O Brien) কে সরাসরি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)

Advertisement

এবারের সংসদে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন কে (Derek O Brien) কে সরাসরি কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নরেন্দ্র মোদী বললেন,”২৪ ঘন্টা নিজেদের চারপাশে যা দেখছেন এবং শুনছেন সেটাই এখানে বলছেন।”

রাজ্যসভায় মূলত কৃষক আন্দোলন নিয়ে ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। তখন তিনি ডেরেক ও’ব্রায়েন কে নিশানা করে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, “ডেরেক ও ব্রায়নের কথা শুনছিলাম। অনেক বড় বড় কথা বলছিলেন। মত প্রকাশের স্বাধীনতা, প্রতিহিংসাপরায়ণতা এই সমস্ত কথা শুনতে পেলাম। আমি এটা বুঝতে পারছি না উনি দেশের কথা বলছেন নাকি বাংলার কথা।”

প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করলেন ডাইরেক যে অভিযোগগুলো কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তুলেছেন সেগুলো আসলে বিজেপি রাজ্য সরকারের বিরুদ্ধে চলে আসছে এতদিন ধরে। নরেন্দ্র মোদী বলছেন তৃণমূল সাংসদের ব্যবহৃত শব্দ গুলি বাংলার বর্তমান পরিস্থিতিকে আরো ভালো ভাবে ব্যাখ্যা করে। তবে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনে হাসির রোল ওঠে বিজেপি সাংসদ এর মধ্যে। তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন নিয়ে কথা বলতে শুরু করলেন।

এদিন তার কথায় পশ্চিমবঙ্গ সরকারকে আবারো কটাক্ষ করলেন তিনি। পশ্চিমবঙ্গের বিরুদ্ধে তিনি বললেন, পশ্চিমবঙ্গের সরকারের অসহযোগিতার জন্য বাংলার কৃষকরা এখনো পর্যন্ত কেন্দ্রের কোন আর্থিক সাহায্য পাচ্ছেন না। এই প্রসঙ্গে যদিও ডেরেক ও’ব্রায়েন কোন মন্তব্য এখনো পর্যন্ত করেননি। তবে নরেন্দ্র মোদির হেরও বক্তব্যের পরে তৃণমূল সাংসদ রা রাজ্যসভা ভবন থেকে ওয়াকআউট করে দেন। তবে নরেন্দ্র মোদির এই বক্তব্য নিয়ে বর্তমানে শোরগোল উঠেছে রাজ্য রাজনীতির মহলে।

Related Articles

Back to top button