আন্তর্জাতিকদেশনিউজ

বিদেশ সফরে গিয়ে নতুন পদক্ষেপ নিলেন নরেন্দ্র মোদী, জানলে আপনিও অবাক হবেন!

Advertisement

রাজীব ঘোষ: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশের সফরে গিয়ে আবুধাবিতে রুপে কার্ডের উদ্বোধন করলেন।এই রুপে কার্ড মাস্টারকার্ড বা ভিসাকার্ডের সমতুল্য হবে।মধ‍্যপ্রাচ‍্যের কোনো দেশে এই প্রথম রুপে কার্ডের ব‍্যবহার শুরু হলো।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাহরিনের শ্রীনাথজি মন্দিরে প্রসাদ হিসেবে বিশেষ ক্রয় করবেন রুপে কার্ড দিয়ে।সংযুক্ত আরব আমীরশাহীতে বার্ষিক প্রায় তিন মিলিয়ন ভারতীয় পর্যটক যাতায়াত করেন।তারা এই রুপে কার্ড ব‍্যবহার করে তাদের অনেক সাশ্রয় করতে পারবেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, অনেক এন আর আই ব‍্যবসায়ী উপস্থিত ছিলেন এবং তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই উদ‍্যোগকে সমর্থন করেন।জম্মু ও কাশ্মীর বিনিয়োগ সম্মেলনে ব‍্যবসায়ীরা অংশ নেওয়ার পক্ষে সমর্থন জানিয়েছিলেন।ভারতের কোনো প্রধানমন্ত্রী প্রথমবার বাহরিন সফরে গিয়েছেন।রবিবার জন্মাষ্টমী উপলক্ষে নরেন্দ্র মোদী উপসাগরের প্রাচীনতম মন্দিরে যাবেন। ২০০ বছরের পুরনো কৃষ্ণ মন্দিরের শুভ সূচনা করবেন তিনি।ভারতীয় টাকায় ৩০ কোটি টাকা খরচে মন্দিরের উন্নয়নমূলক প্রকল্পের সূচনা করবেন।জানা যায়, এটি উপসাগরীয় অঞ্চলের প্রথম মন্দির।রাজকীয় পৃষ্ঠপোষকতায় মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল।

শ্রীকৃষ্ণ মন্দিরের প্রধান দেবতা।কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর ভারতকে সমর্থন জানিয়েছে বাহরিন।সেই সমর্থনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়ে নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ সম্মান প্রদান করা হয়েছে।স্বাভাবিক ভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে গিয়ে জন্মাষ্টমীর অনুষ্ঠানে মাতবেন।

Related Articles

Back to top button