তিন জোড়া সূর্য আছে আকাশে! নতুন তারামণ্ডলের হদিশ পেয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ নাসার
আকাশে (Sky) থাকে মোট তিন জোড়া সূর্য (Sun)! প্রতিটির জন্য প্রতিদিনই গ্রহণ হয় ছ’বার করে। দিনে ৬ বার করে সূর্য গ্রহণ হয় আকাশে এমনই একটি অভিনব তারামণ্ডলের হদিশ পেল নাসা (NASA), তাও আবার এই প্রথম।
পৃথিবী থেকে ১ হাজার ৯০০ কোটি আলোকবর্ষ দূরে রাতের আকাশে থাকে দুটি সূর্য। অৰ্থাৎ, এমন দুটি তারা থাকে, যারা আকারে, ঔজ্জ্বল্যে আমাদের সূর্যের মতন। শুধু তাই নয়, দিনের আকাশেও থাকে আকারে ও ঔজ্জ্বল্যে আমাদের সূর্যের মতই আরও চারটি তারা। বিজ্ঞান জার্নাল ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল’ এ সাম্প্রতিক সংখ্যায় এই আবিষ্কারের গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। নাসার ‘ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইট’-এর কাছে ধরা পড়েছে এই অভিনব তারামণ্ডল, যার নাম – টিআইসি ১৬৮৭৮৯৮৪০। এখানে রয়েছে মোটামুটি আমাদের সূর্যের আকার ও ঔজ্জ্বল্যের ছটি তারা।
এই ধরনের অবস্থাকে জ্যোতির্বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘সেক্সটুপ্লেট’। গবেষকদের মতে, এই তারামণ্ডলে দুটি করে তারা রয়েছে প্রতি জোড়ায়। ব্রহ্মান্ডে এখনও পর্যন্ত যতগুলি তারামণ্ডলের খোঁজ পাওয়া গেছে তার বেশিরভাগেই তারাগুলি এমন জোড়ায় থাকে। একে বলা হয় ‘বাইনারি স্টোর সিস্টেম’। গবেষকরা আরও জানিয়েছেন যে, এর আগে এরকম তারামণ্ডলের হদিশ পাওয়া গেলেও একটি তারাকে অপর তারার মুখ ঢেকে প্রদক্ষিণ করতে দেখা যায়নি। ফলে এতবার গ্রহণ কোথাও ঘটেনি এর আগে।
তারা জোড়া গুলির মধ্যে দুটি রয়েছে খুব কাছাকাছি, আরেকটি জোড়া বাকি দুটি জোড়া থেকে অনেকটি দূরত্বে রয়েছে। বাকি দুটি তারা জোড়াকে প্রদক্ষিণ করতে তার সময় লাগে দুই হাজার বছরেরও বেশি। এই তারামণ্ডলের জোড়ার মধ্যে একটিতে কয়েকটি গ্রহ থাকতে পারে বলে অনুমান করেছেন গবেষকরা তবে আমাদের সৌরমণ্ডলের কাছে একটি ব্যতিক্রম। কারণ, একমাত্র সৌরমন্ডলে আছে একটি তারা এবং বাকি সব গ্রহ উপগ্রহ।