মহাজাগতিক বস্তু নিয়ে আমাদের চিরকাল অনেক আগ্রহ রয়ে গেছে। নক্ষত্রের জ্বলে ওঠা এবং মহাশূন্যে বিলীন হয়ে যাওয়ার ঘটনা ধরা পড়ল নাসার হাবল টেলিস্কোপে। ইতিমধ্যেই নাসা নিজেদের ওয়েবসাইটে এই মহাজাগতিক ঘটনার ভিডিও শেয়ার করেছে। আর সেই ভিডিও ব্যপকভাবে ভাইরাল হয়েছে।
মাত্র ৩০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছে পৃথিবী থেকে ৭ কোটি আলোকবর্ষ দূরের একটি ছায়াপথের মধ্যে অবস্থিত এই তারাটি। ১৭৯১ সালে এই ছায়াপথ ‘স্পাইরাল নেবুলা’ আবিষ্কার করেন ব্রিটিশ মহাকাশবিদ উইলিয়াম হার্সেল। ছায়াপথের নাম এনজিসি ২৫২৫। নাসার তরফে জানানো হয়েছে ভিডিওটি জুম করে তোলা হয়েছে। বহু বছর ধরে তোলা এই ভিডিও ধিরে ধিরে তোলা হয়েছে এবং সেটিই দেখানো হয়েছে মাত্র কয়েক সেকেন্ডে।
সব মিলিয়ে এই ভিডিও সবার খুব ভালো লেগেছে। নক্ষত্রদের নষ্ট হয়ে যাওয়ার আগে একটা বড়সর বিস্ফোরণ হয়। বিজ্ঞানের ভাষায় এই বিস্ফোরণকে বলা হয় সুপারনোভা। ২০১৮ সালের জানুয়ারি মাসে জ্যোতির্বিদ কইচি ইতাগাকি প্রথম ‘এসএন ২০১৮জিভি’ সুপারনোভাটি শনাক্ত করেন।