বিশাল গ্রহাণু আসছে যার জন্য আগামী মাসে ধ্বংস হতে পারে মানব সভ্যতা, এমনটাই জানাল নাসা। মহাকাশে একটি গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে কয়েক মুহূর্তে ধ্বংস হয়ে যাবে মানব সভ্যতা৷
পৃথিবীর খুব কাছে আসবে গ্রহাণুটি৷ কোনও ভাবে পৃথিবীর সঙ্গে সংঘর্ষ হলে গোটা মানব সভ্যতা কয়েক সেকেন্ডে ধ্বংস হবে৷
আয়তনে ৪ কিলো মিটার এই গ্রহানুটি ৩১ হাজার ৩২০ কিমি প্রতি ঘণ্টায় এগিয়ে আসছে৷ এই গতিতে এগিয়ে আসতে থাকলে ২৯ এপ্রিল পৃথিবীর কাছে চলে আসবে বলে নাসা জানাচ্ছে।
আরও পড়ুন : ২০২১ সালে চাঁদে পাড়ি দেবে চন্দ্রায়ণ ৩, বড় ঘোষণা কেন্দ্রের
প্রতি ১০০ বছরে ৫০ হাজারের মধ্যে ১ বার পৃথিবীতে গ্রহাণু আছড়ে পড়ার সম্ভাবনা থাকে পৃথিবী ধ্বংস হতে পারে এমন খবর মাঝে মাঝেই ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ কিন্তু এবার সতর্ক করে নাসা, ইন্টারন্যাশনাল গ্রুপ অফ অ্যাস্ট্রোনমারস-এর সদস্য ব্রুস বেটস জানায় ছোট ছোট গ্রহাণু যা মাঝে মাঝে পৃথিবীর কাছে আসে, অ্যাটমোস্ফিয়ারেই ধ্বংস হয়ে যায় সেগুলি৷ কিন্তু এই গ্রহাণুটি বড়৷ যদি এই গ্রহাণুটি পৃথিবীতে আছড়ে পড়ে, তা হলে মানবসভ্যতা শেষ হবে৷