দেশনিউজ

প্রয়াত রাজ্যসভার সাংসদ অমর সিং

হাসপাতালে ভর্তি থাকাকালীন অবস্থায় তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়। তারপরেও তিনি সুস্থ হননি। বরং আরও অসুস্থ হয়ে পড়েন।

Advertisement

প্রয়াত হলেন রাজ্যসভার সাংসদ অমর সিং। শনিবার দুপুরে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। ২০১৩ সাল থেকে তিনি কিডনির অসুখে ভুগছিলেন। গত ৭ মাস ধরে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি হন। দীর্ঘদিন ধরেই বিদেশেই চিকিৎসাধীন ছিলেন সমাজবাদী পার্টির এই প্রাক্তন নেতা।

হাসপাতালে ভর্তি থাকাকালীন অবস্থায় তাঁর কিডনি ট্রান্সপ্লান্ট হয়। তারপরেও তিনি সুস্থ হননি। বরং আরও অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার সকাল থেকেই আরও শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল। এরপর তাঁকে আইসিইউতে রাখা হয়। শনিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ সকালেও তিনি টুইট করেছিলেন। আজ তিনি বালগঙ্গাধর তিলকের মৃত্যুবার্ষিকীতে শোকজ্ঞাপন করেছেন। এছাড়া আজ ঈদের শুভেচ্ছা বার্তাও তিনি জানিয়েছেন।

 

Related Articles

Back to top button