২৮ বছরের ছোট অবনীতকে চুম্বন নওয়াজের, ‘রোমান্সের কোনো বয়স নেই’ বললেন অভিনেতা

তরুণ প্রজন্ম রোম্যান্স বোঝে না, আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় জীবন যাপন করছে, এদের মধ্যে রোম্যান্স অবশিষ্ট নেই, যা ছিল সব শূন্য হয়ে গেছে।' 'টিকু ওয়েডস শেরু' ছবির ট্রেলার সামনে আসতেই…

Avatar

তরুণ প্রজন্ম রোম্যান্স বোঝে না, আজকের প্রজন্ম সোশ্যাল মিডিয়ায় জীবন যাপন করছে, এদের মধ্যে রোম্যান্স অবশিষ্ট নেই, যা ছিল সব শূন্য হয়ে গেছে।’ ‘টিকু ওয়েডস শেরু’ ছবির ট্রেলার সামনে আসতেই ট্রোলের মুখোমুখি হন বলিউডের অন্যতম সফল অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এরপরেই, ট্রোলারদের উদ্দেশ্যে সাফাই দিলেন নওয়াজউদ্দিন।

২৮ বছরের ছোট অবনীতকে চুম্বন নওয়াজের, 'রোমান্সের কোনো বয়স নেই' বললেন অভিনেতা

বলিউডের অভিনেতারা বেশিরভাগ সময় সমালোচিত হন। যখনই কোনো নতুন সিনেমার ট্রেলার মুক্তি পায়, তখনই সেই ট্রেলার নিয়ে চলে দর্শকদের চুলচেরা বিশ্লেষণ। যদি কোনো ট্রেলার পছন্দ হয় তাহলে সিনেমা শুরু থেকেই হিট, অনেক সময় সমালোচনার পরেও হিট হয়। তবে এবারে দর্শক তাদের প্রশ্ন রেখেছে ‘টিকু ওয়েডস শেরু’ ছবির ট্রেলার ঘিরে। কেন একটা হাঁটুর বয়সী মেয়ের সঙ্গে লিপলক দৃশ্য রাখা হবে?

ছবির বিতর্কিত দৃশ্য নিয়ে অনেকেই অভিনেতা ও পরিচালকের দিকে আঙুল তুলেছেন। কারোর মতে দৃশ্যটি অশ্লীল, এমনকি এত বয়সের ফারাক যেখানে সেখানে এই ধরনের রোম্যান্টিক দৃশ্যের কোনো কারণ নেই। প্রসঙ্গত, এই সিনেমায় নওয়াজ এর বিপরীতে আছেন অবনীত কৌর। অভিনেতার থেকে অবনীত প্রায় ২৭/২৮ বছরের ছোট। একটা সময় শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন অবনীত কৌর।২০১০ সালে ছোট পর্দায় নাচের রিয়েলিটি শো ‘ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টার’ (Dance India Dance Little Master) এ পারফর্ম করেন। তখন থেকেই শুরু। পরবর্তীতে তাকে দেখা গিয়েছে ‘আলাদিন নাম তো সুনা হোগা’ সিরিয়ালে রাজকুমারী জেসমিনের চরিত্রে। বড় পর্দায় রানি মুখার্জি অভিনীত ‘মার্দানি’ ও ‘মার্দানি ২’ তে দেখা যায় অবনীতকে। এবারে, নায়িকা চরিত্রে জুটি বেঁধেছেন নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে। সবই ঠিক আছে, কিন্তু নওয়াজ এর সঙ্গে চুম্বন দৃশ্য কিছুতেই মানতে পারছে না দর্শকরা।

চুপ নেই অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি। এবারে তিনিও এই চুম্বন প্রসঙ্গে মুখ খুললেন। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান যে আজকের প্রজন্ম রোম্যান্স বোঝে না। এদের সবটা সোশ্যাল মিডিয়ায় ঘরে। এদের মধ্যে রোম্যান্স অবশিষ্ট নেই, যা ছিল সব শূন্য হয়ে গেছে।