এক সেকেন্ডে এবার কাটতে পারবেন ট্রেনের নিশ্চিত টিকিট, জানুন কিভাবে করবেন বুক
এই নতুন রেলওয়ে সিস্টেম ব্যবহার করতে গেলে আপনাকে RRTS কানেক্ট অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে
ভারতের প্রথমবারের মতো এনসিআরটিসি একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছে যার মাধ্যমে নমো ভারত ট্রেনের যাত্রীরা তাদের মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করে সিঙ্গেল ট্যাপে কিউ আর কোড ভিত্তিক টিকিট বুক করতে পারবেন। ১৭ নভেম্বর থেকে এই পরিষেবা চালু হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। এই বৈশিষ্ট্য চলে আসার ফলে আরআরটিএস কানেক্ট অ্যাপের মাধ্যমে ৩০০ মিটারের মধ্যে যে কোন জায়গা থেকে দ্রুতগতিতে এই ধরনের টিকিট তৈরি করতে পারবেন। ফোনের স্ক্রিনে শুধুমাত্র একটি ট্যাপ করে, টিকিট বুক করার সময় এবং প্রচেষ্টা দুটোই বাঁচাতে পারবেন আপনি। ন্যাশনাল ক্যাপিটাল রিজন ট্রান্সপোর্ট কর্পোরেশন একটি বিবৃতিতে এই বিষয়টি জানিয়েছে।
দিল্লি গাজিয়াবাদ মিরাট RRTS করিডোরের ১৭ কিলোমিটার অগ্রাধিকার বিভাগটি ২১ অক্টোবর যাত্রীদের জন্য খোলা হয়েছিল। এই ওয়ান ট্যাপ ফিচার এর মাধ্যমে যাত্রীদের গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য কিউআর কোড জেনারেট করার জন্য গন্তব্যের স্থান লেখার কোন প্রয়োজন হবে না। এর পাশাপাশি অ্যাডভান্স টিকিট বুক করার কোন প্রয়োজন নেই। অ্যাপের মধ্যে একটা ক্লিক করলেই আপনার কিউআর কোড ভিত্তিক টিকিট তৈরি হয়ে যাবে। এইটি কি ব্যবহার করে আপনি খুব সহজে যাত্রা করতে পারবেন বলে জানিয়েছে NCRTC।
এখনকার সময় মানুষের হাতে সময় অনেকটা কম এবং সবাই এতই ব্যস্ত যে তারা আগে থেকে ভ্রমণের সময়সূচি তৈরি করতে পারেন না। সেই সমস্ত মানুষদের যাতে ঝামেলা মুক্ত ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা যায় তার জন্যই NCRTC এই নতুন টিকিট ব্যবস্থা নিয়ে এসেছে। এই উদ্ভাবনী ওয়ান ট্যাপ টিকিট বুকিং সুবিধাটি যাত্রীদের জন্য টিকিটের প্রক্রিয়া আরো দ্রুত এবং সুবিধাজনক করে তোলে। এর সাথেই টিকিট কেনার প্রক্রিয়ায় ডিজিটাল কিউআর কোড জেনারেট করে আপনি যাত্রা করতে পারবেন এবং আপনার গন্তব্য স্টেশন লেখার কোন প্রয়োজন নেই সেই সময়। সাধারণত এই ধরনের যেকোনো অ্যাপের ক্ষেত্রে যাত্রার শুরুতে গন্তব্য নির্বাচন করতে হয়। তবে RRTS কানেক্ট অ্যাপ্লিকেশন আপনার সময়টা অনেকটা বাঁচাবে। তবে আপনাদের জানিয়ে রাখি, এই অ্যাপে যদি আপনি টিকিট বুক করেন তাহলে কিন্তু আপনাকে ওয়ালেটে টাকা রাখতে হবে। নূন্যতম ১০০ টাকা আপনাকে রাখতে হবে এই ওয়ালেটে।
এবার প্রশ্নটা হল কিভাবে আপনি যাত্রাটা করবেন। যখন আপনি এই অ্যাপে ট্যাপ করে আপনার কিউআর কোড তৈরি করবেন, তখনই আপনার যাত্রা শুরু হবে। RRTS কিউআর কোড ব্যবহার করে স্টেশনে স্ক্যান করে আপনি যাত্রা শুরু করতে পারবেন। অন্যদিকে, AFC গেট থেকে বেরোনোর সময় এই একই কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে। যখনই আপনি বেরোনোর সময় এই কিউআর কোড স্ক্যান করবেন, তখনই আপনার ওয়ালেট থেকে টাকা কেটে নেওয়া হবে। এভাবেই আপনি সহজ পদ্ধতিতে ৱ্যাপিড রেল পরিষেবা ব্যবহার করতে পারবেন।